হোম > বিশ্ব > এশিয়া

অভিবাসী কোটা জালিয়াতি: মালয়েশিয়ায় বাংলাদেশি ভিআইপি গ্রেপ্তার

ভুয়া প্রজেক্ট দেখিয়ে অভিবাসী কোটা জালিয়াতির অভিযোগে মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) একজন বাংলাদেশি ভিআইপিকে গ্রেপ্তার করেছে। ছবি: সংগৃহীত

অভিবাসী কোটা জালিয়াতির অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। দেশটির সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে প্রায় ৪০ বছর বয়সী গ্রেপ্তার ওই ব্যক্তির পরিচয় হিসেবে ‘পরিচালক’ ও ‘ভিআইপি’ উল্লেখ করা হয়েছে। তবে তাঁর বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সেলাঙ্গর এমএসিসির পরিচালক আলিয়াস সলিম।

ফ্রি মালয়েশিয়া টাইমস বলছে, অস্তিত্বহীন দুটি প্রকল্পের জন্য ৬০০ প্রবাসী কর্মী নিয়োগের কোটার বিপরীতে কর মওকুফের আবেদন করেন বাংলাদেশি এই ভিআইপি। মওকুফের আবেদনের করের পরিমাণ প্রায় সাড়ে ছয় লাখ রিঙ্গিত।

এমএসিসির স্থানীয় কর্তৃপক্ষ অনুসন্ধানে করে জানতে পারেন, ওই ব্যক্তির উল্লেখিত প্রজেক্ট ভুয়া। এর পরিপ্রেক্ষিতেই তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে আরও জিজ্ঞাসাবাদের জন্য ১৭ নভেম্বর পর্যন্ত রিমান্ডে দিয়েছে আদালত। তিনি এখন কারাগারে আছেন।

ফ্রি মালয়েশিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে ওই ব্যক্তি অভিবাসী কোটা কর মওকুফের আবেদন করেছিলেন।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!