Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

রাতের অন্ধকারে বাগরাম ঘাঁটি ছেড়েছে মার্কিন সেনারা, দাবি আফগান কমান্ডারের

রাতের অন্ধকারে বাগরাম ঘাঁটি ছেড়েছে মার্কিন সেনারা, দাবি আফগান কমান্ডারের

রাতের অন্ধকারে বাগরাম ঘাঁটি ছেড়ে চলে গেছে মার্কিন সেনারা। কাউকে না জানিয়েই তাঁরা চলে যায়। বাগরাম সামরিক ঘাঁটির নতুন কমান্ডার জেনারেল মীর আসাদুল্লাহ কোহিস্তানি বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তথ্যটি জানানো হয়েছে। বাগরাম যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি। 

জেনারেল মীর আসাদুল্লাহ কোহিস্তানি বিবিসিকে বলেন, ‘তাঁরা স্থানীয় সময় শুক্রবার রাত ৩টায় বাগরাম ঘাঁটি ছেড়ে যায়। কয়েক ঘণ্টা পর বিষয়টি আমরা জানতে পারি।’ 

আফগান সরকারের শীর্ষ এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা ঘাঁটিটি থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে গেছে এবং পর্যবেক্ষণ টাওয়ার, এয়ার ট্রাফিক টাওয়ার ও হাসপাতালসহ এখানকার সবকিছু এখন আমাদের নিয়ন্ত্রণে।’

মীর আসাদুল্লাহ কোহিস্তানি আরও বলেন, আমাদের সঙ্গে আমেরিকানদের তুলনা চলে না। অনেক পার্থক্য। তবে জনগণের নিরাপত্তায় আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে তালেবানদের সঙ্গে হওয়া যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির অংশ হিসেবেই বাগরাম বিমানঘাঁটি খালি করে দেওয়া হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সেনা আফগানিস্তান ছাড়ার কথা রয়েছে।

বিশ্বের সর্বোচ্চ পরিত্যক্ত গগনচুম্বী ভবনের নির্মাণকাজ আবার শুরু হচ্ছে

থাইল্যান্ডে প্রবেশে বিদেশিদের জন্য বাধ্যতামূলক নতুন নিয়ম

কাশ্মীর হামলায় জড়িত টিআরএফ কি জঙ্গি সংগঠন

‘নি হাও’ বলায় রুশ পর্যটকের সঙ্গে তর্কাতর্কি, থাইল্যান্ডে কর্মকর্তা চাকরিচ্যুত

ভূমিকম্পের ঝুঁকির মধ্যেই মিয়ানমারে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে রাশিয়া

পূর্ব ও দক্ষিণ–পূর্ব এশিয়ায় ক্যানসারের মতো ছড়াচ্ছে সাইবার অপরাধ: জাতিসংঘের প্রতিবেদন

শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

জাপানে ৭ ডলার আত্মসাতের দায়ে ৮৪ হাজার ডলার পেনশন হারালেন বাসচালক

মালয়েশিয়ায় ২২ হাজার অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ১৬৫ জন

উ. কোরিয়ায় শক্তির নতুন বলয় গড়ে তুলছেন কিম জং-উনের ডানহাত চো