Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

জাপানে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি

অনলাইন ডেস্ক

জাপানে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি

জাপানের মূল্যস্ফীতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বিশ্বব্যাপী পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণে জাপানি মুদ্রা ইয়েন দুর্বল হয়ে পড়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জাপান সরকারের তথ্যমতে, ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি গত বছরের তুলনায় এ বছরের অক্টোবরে ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এটি ১৯৮২ সালের পর সবচেয়ে দ্রুতগতির মূল্যস্ফীতি। আল-জাজিরা বলেছে, ডলারের বিপরীতে জাপানি মুদ্রা চলতি বছরের অক্টোবরে গত ৩২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তুলনায় জাপানের মূল্যস্ফীতির হার তুলনামূলক কম হলেও বর্তমান মূল্যস্ফীতি জাপানের কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান প্রায় স্থবির হয়ে পড়েছে।

ব্যাংক অব জাপানের গভর্নর হারুহিকো কুরোদা বলেছেন, ‘লক্ষ্যমাত্রার ওপরে মূল্যস্ফীতি খুব বেশি দিন স্থায়ী হবে না। এটি অস্থায়ী। মূলত বৈশ্বিক পর্যায়ে পণ্যের দাম বাড়ার কারণে এই মূল্যস্ফীতি দেখা দিয়েছে।’ করোনা মহামারির কারণে জাপানের অর্থনীতি যে ভঙ্গুর দশায় পৌঁছেছে, তা পুনরুদ্ধারের প্রয়োজনীয়তাও ব্যক্ত করেছেন তিনি।

এই সপ্তাহের শুরুর দিকে প্রকাশিত অর্থনৈতিক তথ্য দেখা গেছে, জাপানের অর্থনীতি অপ্রত্যাশিতভাবে তৃতীয় ত্রৈমাসিকে শূন্য দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পর এক নাগাড়ে তিন ত্রৈমাসিকে সংকুচিত হয়েছে। কারণ মানুষ ব্যক্তিগত খরচ কমিয়ে দিয়েছে।

অর্থনীতির বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা গত মাসে ২৬০ বিলিয়ন ডলারের উদ্দীপক প্যাকেজ ঘোষণা করেছেন।

দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ

যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা টিএসএমসি

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

প্রযুক্তি, বৈচিত্র্যে টোকিওর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন নারীরা

আঞ্চলিক সহযোগিতা: মধ্যপ্রাচ্যে নজর দক্ষিণ এশীয় দেশগুলোর

২০২৫ সালে বিশ্বসেরার খেতাব পেল এই ক্যাফে

মালয়েশিয়ায় কুকুরের ওপর নির্যাতনের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার