Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

তাইওয়ান ঘিরে দেড় শতাধিক চীনা সামরিক বিমানের চক্কর

অনলাইন ডেস্ক

তাইওয়ান ঘিরে দেড় শতাধিক চীনা সামরিক বিমানের চক্কর

তাইওয়ানের আকাশসীমায় আবারও দেখা গেছে চীনা সামরিক বিমান। তাইওয়ান দাবি করেছে, গতকাল সোমবার চীনের দেড় শতাধিক সামরিক বিমান দেখা গেছে তাইওয়ানের আকাশসীমায়। দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক মহড়ার দিন এ ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গতকাল সোমবার চীন ‘জয়েন্ট সোর্ড-২০২৪ বি’ একটি এক দিনের সামরিক মহড়ার আয়োজন করেছিল। তাইওয়ান জানিয়েছে, মহড়া চলাকালে দ্বীপদেশটির চারপাশে চীনা যুদ্ধবিমানগুলোর কার্যক্রম বেড়েছে এবং তারা ১৫৩টি চীনা সামরিক বিমান শনাক্ত করেছে। 

তাইওয়ানকে দীর্ঘদিন ধরেই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। তাইওয়ানের ‘স্বাধীনতামূলক কর্মকাণ্ডের’ বিরুদ্ধে সতর্কবার্তা দিতেই চীন এই মহড়ার আয়োজন করেছিল। মূলত তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই বা লাই চিং-তের গত সপ্তাহের ভাষণের প্রতিক্রিয়ায় নিজেদের অবস্থান জানাতেই বেইজিং এই মহড়ার আয়োজন করেছিল। বেইজিং কড়া ভাষায় এই ভাষণের নিন্দা করেছে। 

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল সোমবার সন্ধ্যায় পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দ্বীপের চারপাশে চীনা সামরিক কার্যক্রমের ওপর একটি প্রকাশিত এক আপডেটে জানিয়েছে, তারা ১৫৩টি চীনা সামরিক বিমান শনাক্ত করেছে। এর আগে সেদিনই সন্ধ্যায় তাইওয়ান জানিয়েছিল, ১২৫টি সামরিক বিমান তাইওয়ানের আকাশসীমায় দেখা গেছে। পরে সেই সংশোধন করে বলা ১৫৩টি সামরিক বিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে, যা এক দিনে সর্বোচ্চসংখ্যক চীনা সামরিক বিমানের তাইওয়ানের আকাশে প্রবেশ। 

তাইপে জানিয়েছে, এই সামরিক বিমানগুলোর মধ্যে ২৮টি স্পর্শকাতর তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে। এই মধ্যরেখাকে তাইওয়ান চীন ও তাইওয়ানের মধ্যকার অনানুষ্ঠানিক সীমানা হিসেবে মনে করে। কিন্তু বেইজিং এই সীমারেখাকে স্বীকৃতি দেয় না।

সেকেন্ড হোম হিসেবে মালয়েশিয়ায় চীনাদের ভিড় বাড়ছে

বিয়ে না করলে চাকরি হারাবেন কর্মীরা!

কর্মীর বাহুতে হাত রেখে তোপের মুখে নিউজিল্যান্ডের মন্ত্রীর পদত্যাগ

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি আটক

ইন্দোনেশিয়ার রাজপথে বিক্ষোভ শিক্ষার্থীদের

শ্রীলঙ্কার আদালতে ‘সিনেমাটিক স্টাইলে’ গ্যাং লিডারকে গুলি করে হত্যা

মিয়ানমারের ‘স্ক্যাম সেন্টার’ থেকে বেঁচে ফেরা বাংলাদেশি ফয়সালের করুণ অভিজ্ঞতা

বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিল উত্তর কোরিয়া

হাতির সঙ্গে ধাক্কায় ট্রেন লাইনচ্যুত, শ্রীলঙ্কায় মর্মান্তিক দুর্ঘটনা

কোরিয়ান তারকা কিমের মৃত্যু যেন ‘বাস্তব জীবনের স্কুইড গেম’