হোম > বিশ্ব > এশিয়া

কারাগারে যাওয়ার কয়েক ঘণ্টা পরই হাসপাতালে ভর্তি থাকসিন 

দেশে ফেরার পরপরই বিমানবন্দর থেকেই জেলে নেওয়া হয় থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে। কিন্তু জেলে নেওয়ার কয়েক ঘণ্টা পরই মঙ্গলবার দিবাগত রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। কারা কর্তৃপক্ষ আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ৭৪ বছর বয়সী থাকসিন সিনাওয়াত্রাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর রক্তচাপ এবং হৃদ্‌রোগ সংক্রান্ত জটিলতা বিবেচনায় নিয়ে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

এর আগে, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে দীর্ঘ ১৫ বছর পর দেশে ফেরেন থাকসিন সিনাওয়াত্রা। কিন্তু খুব বেশিক্ষণ মুক্ত থাকার সৌভাগ্য হয়নি তাঁর। দেশটির সর্বোচ্চ আদালতের দেওয়া আট বছরের কারাদণ্ডাদেশ নিয়ে সরাসরি ব্যাংককের কারাগারে যেতে হয়েছে। 

থাকসিন ব্যক্তিগত বিমানে ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ করার পরপরই সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে নেওয়া হয় দেশটির সর্বোচ্চ আদালতে। সেখানে চারটি মামলার শুনানি শেষে আদালত তাঁকে আট বছরের কারাদণ্ড দেন। দণ্ডাদেশ শেষে তাঁকে নেওয়া হয় ব্যাংককের একটি কারাগারে। 

তবে গ্রেপ্তারের আগে অল্প কিছু সময় তিনি তাঁর তিন সন্তানের সঙ্গে দেখা করেন এবং ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন। বিমানবন্দরে তাঁকে বরণ করে নিতে বিমানবন্দরে হাজারো মানুষ সমবেত হয়েছিলেন। তাঁদের অধিকাংশই থাকসিনের মেয়ের নেতৃত্বাধীন ফেউ থাই পার্টির নেতা-কর্মী। 

টেলিকম ব্যবসায়ের মাধ্যমে দেশটির শীর্ষ ধনকুবের বনে যান থাকসিন সিনাওয়াত্রা। ২০০১ সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। পরে এক অভ্যুত্থানের মাধ্যমে ২০০৬ সালের ৯ সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত হন তিনি। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তিনি দেশের বাইরে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। অবশ্য মাঝে একবার ২০০৮ সালে তিনি থাইল্যান্ডে গিয়েছিলেন। এরই মধ্যে থাকসিনের অনুপস্থিতিতেই সুপ্রিম কোর্ট তাঁকে চারটি মামলায় ১২ বছরের কারাদণ্ড দেন।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!