হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানে জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ, নিহত ৫০

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুন্দুজের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা বলছেন, মার্কিন বাহিনী চলে যাওয়ার পর এটি সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ছবিগুলোতে দেখা গেছে, মসজিদের ভেতরে নিহত ব্যক্তিদের মরদেহ পড়ে আছে। মসজিদটি সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায়ের। এ ছাড়াও বিস্ফোরণে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। 

হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। 

নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের এক কর্মকর্তা বলেছেন, শুক্রবারের হামলায় ২৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন কয়েক ডজন ব্যক্তি। 

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে বলেছেন, 'একটি বিশেষ ইউনিট ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত করছে।' 

কুন্দুজের এক বাসিন্দা জানান, নামাজ পড়ার সময়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক হাসপাতালের কর্মী জানান, ‘আমরা ১৫টি মরদেহ পেয়েছি এবং আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে ৯০ জনকে। তবে এ সংখ্যা কমবেশি হতে পারে। এখনো হাসপাতালে আসছেন অনেকে।’ 

 

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!