হোম > বিশ্ব > এশিয়া

তালেবানের শাসন মেনে নেওয়ার আহ্বান জানালেন আশরাফ গনির ভাই

অনলাইন ডেস্ক

আশরাফ গনির সরকারকে হটিয়ে গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। তালেবান কাবুল ঢোকার পরপরই প্রেসিডেন্ট প্যালেস ছেড়ে অন্য দেশে চলে যান আশরাফ গনি। সেই আশরাফ গনির ভাই হাসমত গনি তালেবানের পক্ষে অবস্থানের ঘোষণা দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সঙ্গে আলাপকালে শনিবার (২১ আগস্ট) হাসমত গনি নিজের অবস্থানের কথা জানান। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হাসমত গনি পেশায় একজন ব্যবসায়ী। গত কয়েক দিন ধরে তিনি বেশ কয়েকবার তালেবান নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। 

হাসমত গনি বলেন, আফগানিস্তানের জনগণকে তালেবানের শাসন গ্রহণ করা উচিত। জনগণের উচিত কাবুলের নতুন ক্ষমতা কাঠামোকে স্বীকৃতি জানানো। 

কাবুলের বাড়ি থেকে দেওয়া সাক্ষাৎকারে হাসমত গনি বলেন, বিদেশি সেনা প্রত্যাহার শেষ হওয়ার মুহূর্তে কাবুলে নতুন শাসনের প্রয়োজন ছিল। 

হাসমত গনির মতে, ‘আমি যদি পালিয়ে যাই, তাহলে আমার দেশের মানুষের কি হবে? আমার গোষ্ঠীর কি হবে? আমার শেকড় এই আফগানিস্তানেই। এখন প্রয়োজনের সময় আমি যদি মানুষকে ফেলে রেখে পালিয়ে যাই, তাহলে তাদের কাছে (সাধারণ মানুষ) কি বার্তা যাবে?’ 

প্রসঙ্গত, চলতি বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই আফগানিস্তান দখলে নিতে শুরু করে তালেবান।  

ওমব্যাট ছানা নিয়ে বিতর্কের মুখে অস্ট্রেলিয়া ছাড়লেন মার্কিন ইনফ্লুয়েন্সার

মালয়েশিয়ার কফিতে যৌন উত্তেজক উপাদান, নিষিদ্ধ করল সিঙ্গাপুর

ভুটানের ‘মাইন্ডফুলনেস’ শহর কেমন হবে—ধারণা দিল নতুন একটি বিমানবন্দর

মাদকের বিরুদ্ধে যুদ্ধের দায় স্বীকার কারাবন্দী দুতার্তের, আইনি লড়াইয়ে প্রস্তুত

টাইটানিয়াম দিয়ে তৈরি কৃত্রিম হৃৎপিণ্ডে ১০০ দিন পাড়ি

বাংলাদেশ–নেপাল ফুটবল ম্যাচে পদদলিত হয়ে প্রাণ হারায় ৯৩ দর্শক

ফিলিপাইনে দুতার্তের গ্রেপ্তারের নেপথ্যে আইসিসি, কাজ করে যেভাবে

গ্রেপ্তারের পর হেগে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুতার্তেকে

দালাই লামা জানালেন—তাঁর পরবর্তী পুনর্জন্ম হবে চীনের বাইরে

যিশুকে অবমাননা, ইন্দোনেশিয়ায় মুসলিম নারীর ৩ বছর কারাদণ্ড