Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

হিজাব না পরা নারীরা কাটা তরমুজের মতো: তালেবান কর্মকর্তা 

অনলাইন ডেস্ক

হিজাব না পরা নারীরা কাটা তরমুজের মতো: তালেবান কর্মকর্তা 

হিজাব না পরা নারীদের কাটা তরমুজের সঙ্গে তুলনা করলেন একজন তালেবান কর্মকর্তা। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওয় তাকে বলতে শোনা গিয়েছে, আপনারা কি কেউ কাটা তরমুজ কেনেন? নাকি পুরো তরমুজ কেনেন? অবশ্যই পুরোটা কেনেন। হিজাব না পরা মেয়েরা হল কাটা তরমুজ। ব্রিটিশ বিবিসির সাংবাদিক জিয়া শাহরিয়ার টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন।

তবে ইন্ডিপেনডেন্ট এই ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি। পাশাপাশি ওই তালেবান কর্মকর্তা পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি। 

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই বিতর্ক তৈরি হয়েছে।  ওই ভিডিওটি দেখার পর ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন,  আমি বিশ্বাসই করতে পারছি না এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে কেন বিপুল জনবিক্ষোভের সৃষ্টি হচ্ছে না। অথচ গোটা বিশ্ব এই জঙ্গি গোষ্ঠীকে স্বীকৃতি দিতে ব্যস্ত। একজন  নারী সব সময়ই স্বাধীন।

এদিকে সম্প্রতি তালেবানের শিক্ষামন্ত্রী শেখ নুরুল্লাহ মুনিরকে একটি ভিডিওতে উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়া ওই ভিডিওতে আফগানিস্তানের শিক্ষামন্ত্রী নুরুল্লাহ মুনির বলেন, আজ কোনো পিএইচডি, মাস্টার্স ডিগ্রির মূল্য নেই। আপনারা দেখুন যে মোল্লা ও তালেবান যারা এখন ক্ষমতায় আছে, তাঁদের কারোরই কোনো পিএইচডি, মাস্টার্স অথবা উচ্চবিদ্যালয়ের ডিগ্রি পর্যন্ত নেই। কিন্তু তবু তাঁরা সবার চেয়ে বড় পদে রয়েছেন। 

ওমব্যাট ছানা নিয়ে বিতর্কের মুখে অস্ট্রেলিয়া ছাড়লেন মার্কিন ইনফ্লুয়েন্সার

মালয়েশিয়ার কফিতে যৌন উত্তেজক উপাদান, নিষিদ্ধ করল সিঙ্গাপুর

ভুটানের ‘মাইন্ডফুলনেস’ শহর কেমন হবে—ধারণা দিল নতুন একটি বিমানবন্দর

মাদকের বিরুদ্ধে যুদ্ধের দায় স্বীকার কারাবন্দী দুতার্তের, আইনি লড়াইয়ে প্রস্তুত

টাইটানিয়াম দিয়ে তৈরি কৃত্রিম হৃৎপিণ্ডে ১০০ দিন পাড়ি

বাংলাদেশ–নেপাল ফুটবল ম্যাচে পদদলিত হয়ে প্রাণ হারায় ৯৩ দর্শক

ফিলিপাইনে দুতার্তের গ্রেপ্তারের নেপথ্যে আইসিসি, কাজ করে যেভাবে

গ্রেপ্তারের পর হেগে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুতার্তেকে

দালাই লামা জানালেন—তাঁর পরবর্তী পুনর্জন্ম হবে চীনের বাইরে

যিশুকে অবমাননা, ইন্দোনেশিয়ায় মুসলিম নারীর ৩ বছর কারাদণ্ড