বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী তালেবান প্রতিরোধে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ৩১টি প্রদেশের রাত্রিকালীন কারফিউ ঘোষণা করেছে দেশটির সরকার। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
আজ শনিবার আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে তালেবান সদস্যদের বিধ্বংসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কাবুল, পানশির ও নানগারহার-এই তিন প্রদেশ ব্যতীত বাকি ৩১ টিতে অনির্দিষ্টকালের জন্য রাত্রিকালীন কারফিউ জারি থাকবে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ জিয়া জিয়া জানিয়েছেন। রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত বলবৎ থাকবে এই কারফিউ।
আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া শুরু করার পর থেকে তালেবান সরকারি সেনাদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। সম্প্রতি দেশটির প্রায় ৮৫ শতাংশ এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার দাবি করে বিদ্রোহী সংগঠনটি।