অনলাইন ডেস্ক
উত্তর কোরিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে চান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। কিম জং উনের বোন কিম ইয়ো জং এই দাবি করেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেসিএনএ-এর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
আজ সোমবার স্থানীয় সময় সকালের দিকে কিম ইয়ো জং এ দাবি করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘কিশিদা সম্প্রতি ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার স্টেট অ্যাফেয়ার্স কমিশনের চেয়ারম্যানের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছেন।’
বিবৃতিতে এই বিষয়ে আর কোনো তথ্য দেওয়া হয়নি। তবে কিম ইয়ো জং জানিয়েছেন, জাপান যত দিন তার উত্তর কোরিয়া বিষয়ক নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন না আনবে তত দিন পর্যন্ত এ ধরনের কোনো সাক্ষাতের সম্ভাবনা নেই।
এদিকে, এই সাক্ষাতের বিষয়ে আজ সোমবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে শীর্ষ পর্যায়ের আলোচনা ‘গুরুত্বপূর্ণ’। তিনি বলেছেন, ‘জাপান-উত্তর কোরিয়া সম্পর্ক, অপহরণ ইস্যুগুলোর মতো সমস্যাগুলো সমাধানের জন্য শীর্ষ স্তরের আলোচনা গুরুত্বপূর্ণ।’
আজ সোমবার জাপানের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে জাপানের প্রধানমন্ত্রী বলেন, ‘এ কারণেই আমরা পক্ষে যতটা সম্ভব—উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগের বিভিন্ন পন্থা ব্যবহার করেছি। যেমনটি আমি অতীতেও বলেছি।’