Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় থাইল্যান্ডমুখী জনস্রোত বাড়ছে

অনলাইন ডেস্ক

মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় থাইল্যান্ডমুখী জনস্রোত বাড়ছে

মিয়ানমারের থাইল্যান্ড সীমান্তের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় আরও বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। আজ শুক্রবার বিদ্রোহীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিমান হামলার কারণে মিয়ানমার থেকে থাইল্যান্ডে পাড়ি জমানোর হার বাড়ছে। 

বিদ্রোহী কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) বলেছে, বৃহস্পতিবার সেনাবাহিনী অন্তত দুটি বিমান হামলা চালায়। একই সঙ্গে গোলাগুলিও হয় বেশ। 

এদিকে রয়টার্সের প্রতিবেদক মায়ে সত জানিয়েছেন, যেখানে বিমান হামলা হয়েছে বলে বলা হচ্ছে, সেখান থেকে ১৫ কিলোমিটার দূরবর্তী থাই শহর থেকে বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এমন শব্দ শোনা যায়। 

এ বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমার জান্তা সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। 

গত ফেব্রুয়ারিতে নোবেলজয়ী নেতা অং সান সু চিকে বন্দী করে সামরিক বাহিনী মিয়ানমারের ক্ষমতায় বসার পর থেকেই দেশটিতে অস্থিতিশীলতা চলছে। সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে শুরু হয় প্রতিবাদ, বিক্ষোভ, যা ক্রমে সহিংসতায় রূপ নেয়। 

এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে মিয়ানমার সেনাবাহিনী ও কেএনইউর মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়। এই সময়ের মধ্যে দেশটি থেকে থাইল্যান্ডে পালিয়ে গেছে ৪ হাজার ২০০-এর বেশি মানুষ। তবে এটি সরকারি হিসাব। দেশটির নাগরিক সমাজের পক্ষ থেকে এই সংখ্যা ১০ হাজারের বেশি বলে উল্লেখ করা হচ্ছে। কেএনইউ বলছে, যেভাবে বিমান হামলা করা হচ্ছে, তাতে এই শরণার্থীর স্রোত আরও বাড়বে।

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

প্রযুক্তি, বৈচিত্র্যে টোকিওর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন নারীরা

আঞ্চলিক সহযোগিতা: মধ্যপ্রাচ্যে নজর দক্ষিণ এশীয় দেশগুলোর

২০২৫ সালে বিশ্বসেরার খেতাব পেল এই ক্যাফে

মালয়েশিয়ায় কুকুরের ওপর নির্যাতনের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

লাদাখে উত্তেজনা কমাতে ‘একসঙ্গে কাজ করছে’ ভারত-চীন

ফেসবুক পোস্টের কারণে ভিয়েতনামে সাংবাদিকের ৩০ মাসের কারাদণ্ড