হোম > বিশ্ব > এশিয়া

নেপালে বিধ্বস্ত উড়োজাহাজে আরোহীদের মধ্যে ৫ ভারতীয়সহ বিদেশি ১৫

নেপালের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত প্রায় অর্ধশত মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় রোববার সকালে পোখারায় ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইনসের এটিআর-৭২ মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। পুরোনো বিমানবন্দর ও নতুন বিমানবন্দরের মাঝামাঝি একটি জায়গায় এ দুর্ঘটনা ঘটে। ৭২ আরোহীর মধ্যে ৬৮ যাত্রী ও ৪ ক্রু আছেন। যাঁদের মধ্যে ১৫ জন বিদেশি নাগরিক।

ইয়েতি এয়ারলাইনসের মুখপাত্র সুদর্শন বরতৌলা জানিয়েছেন, টুইন ইঞ্জিনের উড়োজাহাজটিতে থাকা আরোহীদের মধ্যে দুই নবজাতকও ছিল। এ ছাড়া পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, একজন আইরিশ, দুজন দক্ষিণ কোরিয়ার, একজন অস্ট্রেলিয়ান, একজন ফরাসি এবং একজন আর্জেন্টিনার নাগরিক ছিলেন। তবে তাঁদের অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুর্ঘটনার পর মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল। নেপালের এজেন্সিগুলোকে উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনা নতুন নয়। ২০০০ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে উড়োজাহাজ ও হেলিকপ্টার দুর্ঘটনায় ৩০০ জনের বেশি নিহত হয়েছেন। 

সবশেষ গত বছরের মে মাসে পোখারা থেকে পশ্চিমের শহর জমসমে যাওয়ার পথে ২২ জনকে নিয়ে একটি উড়োজাহাজ নিখোঁজ হয়। এরপর পাহাড়ের খাঁজে বিধ্বস্ত উড়োজাহাজটির সন্ধান পাওয়া যায়। ওই দুর্ঘটনায় ২২ আরোহীর সবাই প্রাণ হারান।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!