অনলাইন ডেস্ক
জাপানে বন্ধুর সঙ্গে সমুদ্র স্নানে গিয়েছিলেন এক চীনা নারী। পরে তাঁকে উপকূল থেকে সমুদ্রের প্রায় ৮০ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। নাম প্রকাশ না করে বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, বয়স বিশের কোঠার সেই নারী একটি রাবারের রিংয়ের মধ্যে টানা ৩৬ ঘণ্টা পানিতে ভেসেছিলেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, টোকিও থেকে দক্ষিণ দিকে সমুদ্র অঞ্চলে নারীটির সম্ভাব্য অবস্থান সম্পর্কে সতর্ক করা হয়েছিল কাছাকাছি অবস্থানে থাকা একটি ছোট জাহাজকে। পরে ওই জাহাজেরই দুজন ক্রু নারীটিকে উদ্ধারের জন্য সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন।
জাপানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রচণ্ড পানি তৃষ্ণায় থাকা ওই নারীকে পরে হাসপাতালে নিয়ে যায় কোস্ট গার্ড হেলিকপ্টারগুলো।
এর আগে সোমবার সন্ধ্যায় নারীটির নিখোঁজ হওয়া নিয়ে পুলিশকে সতর্ক করা হয়েছিল। এ বিষয়ে স্থানীয় জাপান কোস্ট গার্ডের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ৮ জুলাই সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ওই নারীর বন্ধুটি তাঁর নিখোঁজের বিষয়ে কাছাকাছি একটি কনভেনিয়েন্স স্টোরে রিপোর্ট করেছিলেন।
রাজধানী টোকিও থেকে দক্ষিণ দিকে চিবা প্রিফেকচারের বোসো উপদ্বীপের যে জায়গা থেকে ওই নারীকে উদ্ধার করা হয় সোজাসুজি দূরত্বে তা অন্তত ৫০ মাইল দূরে ছিল।
উদ্ধারকারীদের ওই নারী জানিয়েছেন, রাবারের রিংয়ে ভেসে থাকার কারণে সমুদ্রের অনেক গভীরে চলে গিয়েছিলেন তিনি। পরে আর সৈকতে ফিরে আসতে পারেননি।