Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ার রাজার সমর্থন

অনলাইন ডেস্ক

রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ার রাজার সমর্থন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পক্ষে মুখ খুলেছেন দেশটির নতুন রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দার। তিনি বলেছেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ক্ষুণ্ন হয় এমন কোনো দাবি বা অনুরোধ তিনি মেনে নেবেন না। আজ সোমবার মালয়েশিয়ার পার্লামেন্টে চলতি বছরের প্রথম অধিবেশনের উদ্বোধনী ভাষণে তিনি এ কথা বলেন।

রাজা ইব্রাহিম বলেন, ‘যাদের রাজনীতি করে সরকার গঠনের ইচ্ছা আছে তাদের পরবর্তী জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। সকল রাজনৈতিক দলকে প্রচলিত আইন মেনে চলতে হবে এবং নির্বাচিত সরকারের প্রতি দলগতভাবে সম্মান জানাতে হবে।’ এ সময় তিনি জানান, ২০২৮ সালের আগে কোনো জাতীয় নির্বাচন হবে না।

মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতা উদ্বেগ প্রকাশ করেছেন রাজা। তাঁর সর্বশেষ ভাষণে সেই উদ্বেগের বহিঃপ্রকাশই ঘটেছে। মূলত আনোয়ার ইব্রাহিমের বিরোধী দলগুলোর নেতারা বারবার তাঁর সরকারের পদত্যাগ চাওয়ার বিষয়টিকে কেন্দ্র করেই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা শুরু। দেশটির সংবাদমাধ্যম এই বিষয়ে নিয়মিত সংবাদ প্রকাশের পর পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠেছে।

আনোয়ার জানিয়েছেন, বিরোধীরা তাঁর সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা করে ব্যর্থ হয়েছে। বিরোধীরাও বর্তমান সরকার পতনের সঙ্গে জড়িত—এমন অভিযোগ অস্বীকার করেছেন। দেশটিতে ২০১৮ সালের পর থেকে কোনো প্রধানমন্ত্রীই দুই বছরের বেশি দায়িত্ব পালন করতে পারেননি।

এই অবস্থায় গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়া রাজা সুলতান ইব্রাহিমের জন্য দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ।

যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা টিএসএমসি

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

প্রযুক্তি, বৈচিত্র্যে টোকিওর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন নারীরা

আঞ্চলিক সহযোগিতা: মধ্যপ্রাচ্যে নজর দক্ষিণ এশীয় দেশগুলোর

২০২৫ সালে বিশ্বসেরার খেতাব পেল এই ক্যাফে

মালয়েশিয়ায় কুকুরের ওপর নির্যাতনের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

লাদাখে উত্তেজনা কমাতে ‘একসঙ্গে কাজ করছে’ ভারত-চীন