হোম > বিশ্ব > এশিয়া

গোপনে যৌনদৃশ্য ধারণ, ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার স্ট্রাইকার

বান্ধবীদের সঙ্গে যৌন মিলনের সময় গোপন তা ভিডিও করার জন্য ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার ফুটবল খেলোয়াড় হোয়াং উই-জো। এ বিষয়ে সিউলের এক আদালতে প্রসিকিউটরেরা বলেছেন, গত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দুই বান্ধবীর সঙ্গে যৌনাচারের সময় তাঁদের সম্মতি না নিয়েই গোপনে অন্তত চার বার তা ভিডিও করেছেন ৩১ বছর বয়সী এই ফুটবল স্ট্রাইকার। 

সিউলের আদালতে অভিযোগের শুনানির সময় উপস্থিত ছিলেন হোয়াং উই-জো। আদালতে তিনি এই ধরনের কর্মকাণ্ডের জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করেন। 

বিবিসি জানিয়েছে, স্ট্রাইকার হোয়াং গত মাসে ইংল্যান্ডের নটিংহাম ফরেস্ট ছেড়ে তুরস্কের একটি ক্লাবে নাম লিখিয়েছেন। তাঁর এক বান্ধবীর বোন তাঁকে ব্ল্যাকমেল করার জন্য ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন। এভাবেই ভিডিওগুলোর কথা ফাঁস হয়ে যায়। 

হোয়াং অবশ্য ব্ল্যাকমেলের অভিযোগে ওই নারীর বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। পরে তাঁর মামলার ভিত্তিতে ভিডিও ফাঁস করা নারীকে তিন বছরের কারাদণ্ডও দেওয়া হয়। 

তবে গোপনে ভিডিওগুলো ধারণের জন্য অভিযোগ গঠিত হয় হোয়াংয়ের বিরুদ্ধেও। বেআইনিভাবে ধারণ করা এসব ভিডিওতে থাকা নারীদের পরিচয় গোপন রাখতে আদালতে তাঁদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি প্রসিকিউটরেরা। 

অভিযোগের ভিত্তিতে সিউলের আদালতে হোয়াং বলেছেন, ‘আমি ভবিষ্যতে কোনো ভুল করব না এবং একজন ফুটবলার হিসেবে আমার সেরাটা করে যাব।’ 

তিনি আরও বলেন, ‘আমি আন্তরিকভাবে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাই, যারা আমার এমন কর্মে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা আমাকে যত্ন ও সমর্থন করেছেন তাঁদের হতাশার কারণ হয়েছি বলে আমি গভীরভাবে দুঃখিত।’

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!