Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় আজ বুধবার সকালে গুনসানের কাছে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

তবে দুর্ঘটনায় কবলিত যুদ্ধবিমানের পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছেন। এক ঘণ্টা পরে তাঁকে উদ্ধার করা হয়। তাঁর চেতনা রয়েছে এবং দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মার্কিন বিমানবাহিনীর একটি ইউনিট জানিয়েছে, মাত্র এক মাসের মধ্যে এটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার দ্বিতীয় ঘটনা। ইউনিটটি এক বিবৃতিতে বলেছে, অষ্টম ফাইটার উইংয়ে নিযুক্ত একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন সমুদ্রের ওপর ‘জরুরি পরিস্থিতির’ সম্মুখীন হয়ে একপর্যায়ে বিধ্বস্ত হয়।

অষ্টম ফাইটার উইংয়ের কমান্ডার কর্নেল ম্যাথিউ গেটকে দক্ষিণ কোরিয়ার উদ্ধারকারীদের ধন্যবাদ জানিয়েছেন। পাইলটকে খুঁজে বের করতে তারা মার্কিন সেনাবাহিনীর সঙ্গে কাজে যোগ দিয়েছিলেন। কর্নেল ম্যাথিউ গেটকে বলেছেন, সমুদ্র থেকে বিমানটি খুঁজে বের করা এবং পুনরুদ্ধার করার দিকেই এখন তারা মনোযোগ দিয়েছেন।

দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক বাহিনী দ্বারা ব্যবহৃত দুটি প্রধান বিমান ঘাঁটির একটি পশ্চিম উপকূলীয় শহর গুনসানে অবস্থিত। গত ডিসেম্বরে, প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়েছিল একটি এফ-১৬ যুদ্ধবিমান। সেবারও পাইলটকে উদ্ধার করা হয়।

গুনসান পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল খতিয়ে দেখছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় থাকা মার্কিন বাহিনী এএফপিকে জানায়, তারা দ্রুত এই ঘটনার বিস্তারিত জানাবে।

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

প্রযুক্তি, বৈচিত্র্যে টোকিওর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন নারীরা

আঞ্চলিক সহযোগিতা: মধ্যপ্রাচ্যে নজর দক্ষিণ এশীয় দেশগুলোর

২০২৫ সালে বিশ্বসেরার খেতাব পেল এই ক্যাফে

মালয়েশিয়ায় কুকুরের ওপর নির্যাতনের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

লাদাখে উত্তেজনা কমাতে ‘একসঙ্গে কাজ করছে’ ভারত-চীন

ফেসবুক পোস্টের কারণে ভিয়েতনামে সাংবাদিকের ৩০ মাসের কারাদণ্ড