হোম > বিশ্ব > এশিয়া

যাত্রা শুরু করবে পৃথিবীর প্রথম ‘ফ্রোজেন’ ল্যান্ড, কী আছে এতে

নাম শুনেই বোঝা যাচ্ছে, এটি এমন এক স্থান—যেখানে জমে যেতে হবে ঠান্ডায়। শীতের এই রাজ্যেই থাকবে রূপকথার রানি এলসার বরফ প্রাসাদ। ডেনিশ রূপকথা ‘দ্য স্নো কুইন’ অবলম্বনে নির্মিত ডিজনির অ্যানিমেশন ফিল্ম ‘ফ্রোজেন’-এ এলসার চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমার পর্দায় দেখা ফ্রোজেন ল্যান্ড এখন বাস্তবেই তৈরি করেছে ওয়াল্ট ডিজনি। 

হংকংয়ে অবস্থিত ডিজনিল্যান্ডের ভেতরেই নির্মিত হয়েছে ফ্রোজেন ল্যান্ড। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা রিসোর্টগুলোতে ৬০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার অংশ হিসেবে তৈরি হয়েছে এই বরফ রাজ্য। 

এ বিষয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০ নভেম্বর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ফ্রোজেন ল্যান্ড। এলসার বরফ প্রাসাদ ছাড়াও এই নগরীতে থাকবে দুটি রাইড। এর মধ্যে একটি রাইডে থাকবে নৌকা ভ্রমণ। সিনেমায় ব্যবহৃত মিউজিকের মাধ্যমে এই ভ্রমণে উইন্টার ওয়ান্ডারল্যান্ডের অনুভূতি পাবেন দর্শনার্থীরা। অন্য রাইডটি মূলত বরফের ওপর দিয়ে একটি রোলার কোস্টার ভ্রমণ। রূপকথার রাজ্যে ঘোড়া কিংবা রেইনডিয়ারের সাহায্যে যেসব স্লেজ গাড়ির বর্ণনা পাওয়া যায় তথা ফ্রোজেন সিনেমায় আমরা যে ধরনের স্লেজ দেখি সেই ধরনের বাহনই থাকবে দ্বিতীয় রাইডে। 

বরফ রাজ্যে দর্শনার্থীদের জন্য যথারীতি একটি রেস্তোরাঁও থাকবে। এই রেস্তোরাঁয় মূলত নর্ডিক বা শীতপ্রধান স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলগুলোর খাবার সরবরাহ করা হবে। 

হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হংকংয়ে বরফ রাজ্য নির্মাণের মাধ্যমে একটি বড় ধরনের বাজি ধরেছে ডিজনি। টানা ৮ বছর ধরে হংকংয়ের ডিজনিল্যান্ড লোকসানের মধ্যে ছিল। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডিজনিল্যান্ড পার্কগুলোর মধ্যে হংকংয়ের পার্কটিই সবচেয়ে ছোট। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে পর্যটক টানতে সংগ্রাম করতে হচ্ছে ওয়াল্ট ডিজনি কর্তৃপক্ষকে। বিশেষ করে, করোনা মহামারির সময় বিপুল ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানটি। 

এ অবস্থায় কর্তৃপক্ষ আশা করছে, নতুন বরফ রাজ্যে আবারও জমজমাট হয়ে উঠবে হংকং ডিজনি। এই পার্কের ব্যবস্থাপনা পরিচালক মিচেল মরিয়ার্টি বলেন, ‘বিপুল জনপ্রিয় এই থিম (বরফ রাজ্য) বিশ্বজুড়ে হংকং ডিজনিল্যান্ডের গ্রহণযোগ্যতা বাড়াবে।’ 

প্রতিবেদনে বলা হয়েছে, হংকং ছাড়াও বিভিন্ন দেশে থাকা ডিজনিল্যান্ডগুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে বিপুল পরিমাণ বিনিয়োগের পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। এই পরিকল্পনা অনুযায়ী আগামী ১০ বছর ধরে পার্কগুলোতে ৬০ বিলিয়ন ডলার খরচ করবে তারা।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!