Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানে মাদ্রাসায় বোমা বিস্ফোরণে নিহত ১৫, আহত ২৪

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে মাদ্রাসায় বোমা বিস্ফোরণে নিহত ১৫, আহত ২৪

আফগানিস্তানে একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ২৪ জন। এদের মধ্যে বেশির ভাগই শিশু। স্থানীয় সময় আজ বুধবার দুপুরে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সামাঙ্গানের রাজধানী আইবাকের জাহদিয়া মাদ্রাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

সামাঙ্গান প্রাদেশিক সরকারের মুখপাত্র এমদাদুল্লাহ মুহাজির জানিয়েছেন, স্থানীয় সময় বেলা পৌনে ১টার দিকে আইবাক শহরের কেন্দ্রস্থলে অবস্থিত জাহদিয়া মাদ্রাসার ভেতরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীরা পড়াশোনা করছিল। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনার দায় কেউ স্বীকার করেনি। হামলার বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি টাকোর বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমাদের গোয়েন্দা এবং নিরাপত্তা বাহিনীর কর্মীরা এই ক্ষমার অযোগ্য অপরাধের সঙ্গে জড়িদের চিহ্নিত করতে এবং তাদের বিচারের আওতায় আনার জন্য কাজ করছে।’ 

এদিকে, আফগানিস্তানের শানস ক্ষমতায় থাকা তালেবান বলেছে, গত বছর দেশটির শাসনক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই তাঁরা যুদ্ধবিধ্বস্ত দেশটিকে সুরক্ষিত করার দিকে মনোনিবেশ করেছে। তবে সম্প্রতি দেশটিতে বেশ কয়েকটি হামলা হয়েছে। যার মধ্যে কয়েকটি আইএসআইএল (আইএসআইএস) সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে। 

দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ

যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা টিএসএমসি

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

প্রযুক্তি, বৈচিত্র্যে টোকিওর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন নারীরা

আঞ্চলিক সহযোগিতা: মধ্যপ্রাচ্যে নজর দক্ষিণ এশীয় দেশগুলোর

২০২৫ সালে বিশ্বসেরার খেতাব পেল এই ক্যাফে

মালয়েশিয়ায় কুকুরের ওপর নির্যাতনের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার