হোম > বিশ্ব > এশিয়া

অস্ট্রেলিয়ার বন্দরগুলোর নেটওয়ার্কে সাইবার হামলা, লকডাউন ঘোষণা

অস্ট্রেলিয়ার সমুদ্র ও নৌবন্দরগুলোর ওয়েবসাইট নেটওয়ার্কে সাইবার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটি কর্তৃপক্ষ। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে নেটওয়ার্কের সব ধরনের প্রবেশ বন্ধ রেখেছে অস্ট্রেলিয়া সরকার। গতকাল শনিবার থেকে এই নেটওয়ার্কে একপ্রকার লকডাউনই জারি করেছে অস্ট্রেলিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার রাতে প্রথমবারের মতো সাইবার হামলার বিষয়ে অবগত হয় অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ। এর পরপরই অস্ট্রেলিয়ার চারটি বন্দর—সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন ও ফ্রিম্যান্টলে লকডাউন ঘোষণা করা হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নেইল জানিয়েছেন, তাঁর সরকার চলমান ঘটনার বিষয়ে অবগত। তিনি বলেছেন, ‘সমস্যাটি সমাধান করতে অস্ট্রেলিয়ার সরকার সমন্বিতভাবে কাজ করছে এবং ন্যাশনাল কো-অর্ডিনেশন মেকানিজম এই কাজে সহায়তা করছে।’ 

অস্ট্রেলিয়ার বন্দরগুলোর প্রায় ৪০ শতাংশ ফ্রেইট বা কার্গোর সেবাদানকারী প্রতিষ্ঠান সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অস্ট্রেলিয়ার বন্দর কর্তৃপক্ষ বন্দরগুলোতে একপ্রকার লকডাউন ঘোষণা করেছে। আমাদের বন্দর থেকে দেশের অভ্যন্তরে কার্গো নিয়ে যেতে দিচ্ছে না।

বিষয়টি নিয়ে তদন্ত চলছে উল্লেখ করে এক বিবৃতিতে ডিপি ওয়ার্ল্ড জানিয়েছে, ‘আমাদের একটি দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই পরিস্থিতি থেকে উত্তরণের এবং আমাদের সিস্টেম ও তথ্য ফিরিয়ে আনারও চেষ্টা করছে।’ প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তারা তাদের নিয়ন্ত্রণে থাকা বন্দরগুলোতে জাহাজে বড় ধরনের মালামাল তোলা ও খালাস বন্ধ রেখেছে।

অস্ট্রেলিয়ার ফেডারেল সাইবার নিরাপত্তা কো-অর্ডিনেটর এয়ার মার্শাল ড্যারেন গোল্ডি বলেছেন, সরকার জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়ি একটি বিষয় নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে, যা আমাদের বন্দরগুলোকে প্রভাবিত করছে।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!