Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

অস্ট্রেলিয়ার বন্দরগুলোর নেটওয়ার্কে সাইবার হামলা, লকডাউন ঘোষণা

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার বন্দরগুলোর নেটওয়ার্কে সাইবার হামলা, লকডাউন ঘোষণা

অস্ট্রেলিয়ার সমুদ্র ও নৌবন্দরগুলোর ওয়েবসাইট নেটওয়ার্কে সাইবার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটি কর্তৃপক্ষ। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে নেটওয়ার্কের সব ধরনের প্রবেশ বন্ধ রেখেছে অস্ট্রেলিয়া সরকার। গতকাল শনিবার থেকে এই নেটওয়ার্কে একপ্রকার লকডাউনই জারি করেছে অস্ট্রেলিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার রাতে প্রথমবারের মতো সাইবার হামলার বিষয়ে অবগত হয় অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ। এর পরপরই অস্ট্রেলিয়ার চারটি বন্দর—সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন ও ফ্রিম্যান্টলে লকডাউন ঘোষণা করা হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নেইল জানিয়েছেন, তাঁর সরকার চলমান ঘটনার বিষয়ে অবগত। তিনি বলেছেন, ‘সমস্যাটি সমাধান করতে অস্ট্রেলিয়ার সরকার সমন্বিতভাবে কাজ করছে এবং ন্যাশনাল কো-অর্ডিনেশন মেকানিজম এই কাজে সহায়তা করছে।’ 

অস্ট্রেলিয়ার বন্দরগুলোর প্রায় ৪০ শতাংশ ফ্রেইট বা কার্গোর সেবাদানকারী প্রতিষ্ঠান সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অস্ট্রেলিয়ার বন্দর কর্তৃপক্ষ বন্দরগুলোতে একপ্রকার লকডাউন ঘোষণা করেছে। আমাদের বন্দর থেকে দেশের অভ্যন্তরে কার্গো নিয়ে যেতে দিচ্ছে না।

বিষয়টি নিয়ে তদন্ত চলছে উল্লেখ করে এক বিবৃতিতে ডিপি ওয়ার্ল্ড জানিয়েছে, ‘আমাদের একটি দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই পরিস্থিতি থেকে উত্তরণের এবং আমাদের সিস্টেম ও তথ্য ফিরিয়ে আনারও চেষ্টা করছে।’ প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তারা তাদের নিয়ন্ত্রণে থাকা বন্দরগুলোতে জাহাজে বড় ধরনের মালামাল তোলা ও খালাস বন্ধ রেখেছে।

অস্ট্রেলিয়ার ফেডারেল সাইবার নিরাপত্তা কো-অর্ডিনেটর এয়ার মার্শাল ড্যারেন গোল্ডি বলেছেন, সরকার জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়ি একটি বিষয় নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে, যা আমাদের বন্দরগুলোকে প্রভাবিত করছে।

প্রযুক্তি, বৈচিত্র্যে টোকিওর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন নারীরা

আঞ্চলিক সহযোগিতা: মধ্যপ্রাচ্যে নজর দক্ষিণ এশীয় দেশগুলোর

২০২৫ সালে বিশ্বসেরার খেতাব পেল এই ক্যাফে

মালয়েশিয়ায় কুকুরের ওপর নির্যাতনের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

লাদাখে উত্তেজনা কমাতে ‘একসঙ্গে কাজ করছে’ ভারত-চীন

ফেসবুক পোস্টের কারণে ভিয়েতনামে সাংবাদিকের ৩০ মাসের কারাদণ্ড

ইতিহাসের বৃহত্তম ডিজিটাল ডাকাতি, ১.৫ বিলিয়ন ডলার নিয়ে গেল উ. কোরিয়ার হ্যাকাররা

সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বাড়িয়েছে ইরান: আইএইএ

ঋণের চাপে কিডনি বিক্রি করছে মিয়ানমারের মানুষ

ঈশ্বরের বিশ্বাসে শিশুর চিকিৎসা না করে হত্যার সাজা পেলেন বাবা-মা