হোম > বিশ্ব > এশিয়া

নিখোঁজ ইন্দোনেশীয় নারীর সন্ধান মিলল অজগরের পেটে

অনলাইন ডেস্ক

মধ্য ইন্দোনেশিয়ায় অজগরের পেট থেকে উদ্ধার করা হয়েছে এক নারীর মৃতদেহ। তিনি ইন্দোনেশিয়ার সুলাওয়েসি অঞ্চলের কালেম্পাং গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়।

গত শুক্রবার নিখোঁজ ফরিদাকে উদ্ধার করা হয় প্রায় পাঁচ মিটার (১৬ ফুট) লম্বা এক অজগরের পেট থেকে।

গ্রামের প্রধান সুয়ার্দি রোসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, চার সন্তানের মা ফরিদা গত বৃহস্পতিবার রাতে বাড়ি না ফেরায় তাঁর স্বামী খুঁজতে বের হন। কিছু সময় পর তিনি এক জায়গায় ফরিদার কিছু জিনিসপত্র দেখতে পান। এসব দেখে সন্দেহ হওয়ায় এলাকাবাসীকে নিয়ে তিনি খোঁজাখুঁজি করেন।

সুয়ার্দি বলেন, একপর্যায়ে তারা বিশালাকার এক অজগর দেখতে পান। অজগরটির পেট ছিল অস্বাভাবিক বড়। তাই তারা সাপটির পেট কাটার সিদ্ধান্ত নেন। পেট কাটতেই বেরিয়ে আসে ফরিদার মাথা। পরে অজগরের পেট থেকে বের করা হয় ফরিদার মরদেহ।

এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল মনে হলেও সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ায় অজগরের হাতে বেশ কয়েকজন মারা গেছেন।

গত বছর, দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির তিনাঙ্গিয়া জেলার বাসিন্দারা একটি আট মিটার লম্বা অজগর মেরে ফেলে কারণ। সাপটি গ্রামের এক কৃষককে শ্বাসরোধ করে খেয়ে ফেলেছিল।

 ২০১৮ সালে দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির মুনা শহরে ৫৪ বছর বয়সী এক নারীকে পাওয়া যায় সাত মিটার লম্বা অজগরের পেটে।

এর আগের বছর পশ্চিম সুলাওয়েসির একজন কৃষক নিখোঁজ হন। পরে দেখা যায়, পাম বাগানে চার মিটার লম্বা একটি অজগর তাঁকে জীবিত গিলে ফেলছে।

দীর্ঘজীবনের গোপন রহস্য জানালেন ১২৪ বছর বয়সী চীনা নারী

মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, মিজোরামে আটক ৫

২০২৪ সালে জাপান ভ্রমণ করেছে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ পর্যটক

অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাশিয়ায় উ. কোরীয় সেনাদের ‘অবমূল্যায়নের সুযোগ নেই’

ভেসে আসছে রহস্যময় বল, সিডনির ৯ সৈকত বন্ধ

‘মৃত্যুর পর কী হয়’, আত্মহত্যার আগে গুগলে সার্চ করেছিল কিশোর

ইসলাম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর ৯ মাসের কারাদণ্ড

তালেবানকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের প্রতি মালালার আহ্বান

১০০ বছর আগে নারীঘটিত যে খুন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ ভারতের রাজনীতি

সেকশন