হোম > বিশ্ব > এশিয়া

যুক্তরাষ্ট্রের অনুরোধে ২০০০ আফগানকে আশ্রয় দেবে উগান্ডা

অনলাইন ডেস্ক

তালেবান যোদ্ধারা আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখলের পর সেখানে অবস্থানরত মার্কিন নাগরিক ও আফগান সহযোগীদের নিয়ে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। একাধিক দেশকে সাময়িক সময়ের জন্য কিছু লোককে আশ্রয় দেওয়ার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। বাংলাদেশ এরই মধ্যে এ সংক্রান্ত মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছে। 

তবে আজ মঙ্গলবার উগান্ডা জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের অনুরোধে ২ হাজার আফগানকে সাময়িক আশ্রয় দিতে রাজি হয়েছেন। 

পূর্ব আফ্রিকার দেশটির অবশ্য বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকা থেকে পালিয়ে আসা মানুষদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বেশ সুনাম রয়েছে। এরই মধ্যে দেশটি প্রায় ১৪ লাখ শরণার্থী নিয়েছে। এর মধ্যে বেশিরভাগই দক্ষিণ সুদানের।

উগান্ডার ত্রাণ, দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি এবং শরণার্থী মন্ত্রী এসথার আনিয়াকুন দাভিনিয়া বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার গতকাল সোমবার আমাদের প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনিকে এ সংক্রান্ত একটি অনুরোধ করেছে। তিনি তাতে রাজি হয়েছেন। আমরা উগান্ডায় ২ হাজার আফগানকে নেব। 

তিনি বলেন, তাঁরা (আফগানরা) এখানে সাময়িক সময়ের জন্য থাকবেন। যুক্তরাষ্ট্র সরকার তাঁদের অভিবাসনের ব্যবস্থা করার আগে পর্যন্ত তিন মাস আমরা তাঁদের আশ্রয় দেব। 

তবে এই আফগানরা কবে থেকে উগান্ডায় আসতে শুরু করবেন সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেননি দেশটির কর্মকর্তারা।

এদিকে আলবানিয়া এবং কসভোও যুক্তরাষ্ট্রের অনুরোধে আফগানদের অস্থায়ী আশ্রয় দিতে রাজি হয়েছে।

ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী এক পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের

হারানো শহর ফিরে পেতে মরিয়া মিয়ানমারের চিন রাজ্যের বিদ্রোহীরা

ওমব্যাট ছানা নিয়ে বিতর্কের মুখে অস্ট্রেলিয়া ছাড়লেন মার্কিন ইনফ্লুয়েন্সার

মালয়েশিয়ার কফিতে যৌন উত্তেজক উপাদান, নিষিদ্ধ করল সিঙ্গাপুর

ভুটানের ‘মাইন্ডফুলনেস’ শহর কেমন হবে—ধারণা দিল নতুন একটি বিমানবন্দর

মাদকের বিরুদ্ধে যুদ্ধের দায় স্বীকার কারাবন্দী দুতার্তের, আইনি লড়াইয়ে প্রস্তুত

টাইটানিয়াম দিয়ে তৈরি কৃত্রিম হৃৎপিণ্ডে ১০০ দিন পাড়ি

বাংলাদেশ–নেপাল ফুটবল ম্যাচে পদদলিত হয়ে প্রাণ হারায় ৯৩ দর্শক

ফিলিপাইনে দুতার্তের গ্রেপ্তারের নেপথ্যে আইসিসি, কাজ করে যেভাবে

গ্রেপ্তারের পর হেগে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুতার্তেকে