হোম > বিশ্ব > এশিয়া

অস্ট্রেলিয়ায় নতুন রাজ্যগুলোতে ছড়িয়ে পড়ছে ডেলটা

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় নতুন রাজ্যগুলোতে ছড়িয়ে পড়ছে করোনার অতি সংক্রামক ধরন ডেলটা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০০-এর বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ রোববার অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস রাজ্যে ১ হাজার ৮৮৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ার এই দুই জনবহুল রাজ্যে গত এক দিনে করোনায় ১৩ জন মারা গেছেন। এই রাজ্যগুলোতে কয়েক সপ্তাহ ধরেই লকডাউন চলছে। 

৫৮ দিন ধরে করোনাশূন্য ছিল অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপ। গত এক দিনে সেখানেও একজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 

ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস রাজ্যে ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হলে লকডাউন তুলে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্যগুলোর সরকার। নিউ সাউথ ওয়েলসে অক্টোবরের শেষে অথবা নভেম্বরের শুরুতে লকডাউন তুলে দেওয়া হবে। এর কয়েক সপ্তাহ পরেই ভিক্টোরিয়া রাজ্যের লকডাউন তুলে দেওয়া হবে বলে জানা গেছে। 

ভিক্টোরিয়া রাজ্যের প্রধান ডেনিয়েল অ্যান্ড্রু রোববার বলেন, `আমাদের নার্স, অ্যাম্বুলেন্স কর্মী ও ডাক্তারদের জন্য এটি কঠিন এবং সবচেয়ে চ্যালেঞ্জিং সময়।' 

বিশ্বের অন্যান্য উন্নত দেশের তুলনায় অস্ট্রেলিয়ায় কম করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ১০ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৩৩৪ জন।

দীর্ঘজীবনের গোপন রহস্য জানালেন ১২৪ বছর বয়সী চীনা নারী

মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, মিজোরামে আটক ৫

২০২৪ সালে জাপান ভ্রমণ করেছে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ পর্যটক

অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাশিয়ায় উ. কোরীয় সেনাদের ‘অবমূল্যায়নের সুযোগ নেই’

ভেসে আসছে রহস্যময় বল, সিডনির ৯ সৈকত বন্ধ

‘মৃত্যুর পর কী হয়’, আত্মহত্যার আগে গুগলে সার্চ করেছিল কিশোর

ইসলাম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর ৯ মাসের কারাদণ্ড

তালেবানকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের প্রতি মালালার আহ্বান

১০০ বছর আগে নারীঘটিত যে খুন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ ভারতের রাজনীতি

সেকশন