হোম > বিশ্ব > এশিয়া

আফগানরা আশ্রয় চান ইইউতে, এক মাসে আবেদন ৯ হাজারের বেশি

অনলাইন ডেস্ক

গত মাসে ৯ হাজারেরও বেশি আফগানিস্তানের নাগরিক ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্রগুলোতে আশ্রয় চেয়ে আবেদন করেছেন। ইউরোপীয় আদমশুমারি ব্যুরো রিপোর্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আফগানিস্তানের বার্তা সংস্থা খামা প্রেস। বার্তা সংস্থাটি বলছে, এটি কোনো একক দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে সর্বোচ্চসংখ্যক আবেদন। 

ইউরোপীয় আদমশুমারি ব্যুরো জানিয়েছে, চলতি বছরের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোতে আশ্রয় নেওয়ার আগ্রহ গত বছরের তুলনায় ৪০ শতাংশ বেড়েছে।

গত বৃহস্পতিবার ইউরোপীয় আদমশুমারি ব্যুরো তাদের মাসিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ফেব্রুয়ারি মাসেই ৭৬ হাজার ৫০০ মানুষ ইইউতে আশ্রয় চেয়ে আবেদনপত্র জমা দিয়েছে। এই সংখ্যাটি গত বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি। গত বছরের ফেব্রুয়ারিতে ৫৪ হাজার ৩৭০টি আবেদনপত্র জমা পড়েছিল।

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, গত কয়েক বছর ধরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে সবচেয়ে বেশি আশ্রয় চাইছেন সিরিয়া ও আফগানিস্তানের নাগরিকেরা। পরিসংখ্যান বলছে, ৭৭ শতাংশ আশ্রয়প্রার্থী স্পেন, জার্মানি, ফ্রান্স ও ইতালিতে আশ্রয় চেয়েছেন।

খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে শুধু জার্মানিই ২৫ হাজারের বেশি আশ্রয়প্রার্থীর আবেদন পেয়েছিল।

গত বৃহস্পতিবার প্রকাশিত ইউরোপীয় আদমশুমারি ব্যুরোর প্রতিবেদন বলছে, নতুন আশ্রয়প্রার্থীদের মধ্যে ২ হাজার ৭৪৫ জন অবিবাহিত নাবালক, যাদের মধ্যে ১ হাজার ২৫ জন আফগান নাগরিক।

দীর্ঘজীবনের গোপন রহস্য জানালেন ১২৪ বছর বয়সী চীনা নারী

মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, মিজোরামে আটক ৫

২০২৪ সালে জাপান ভ্রমণ করেছে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ পর্যটক

অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাশিয়ায় উ. কোরীয় সেনাদের ‘অবমূল্যায়নের সুযোগ নেই’

ভেসে আসছে রহস্যময় বল, সিডনির ৯ সৈকত বন্ধ

‘মৃত্যুর পর কী হয়’, আত্মহত্যার আগে গুগলে সার্চ করেছিল কিশোর

ইসলাম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর ৯ মাসের কারাদণ্ড

তালেবানকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের প্রতি মালালার আহ্বান

১০০ বছর আগে নারীঘটিত যে খুন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ ভারতের রাজনীতি

সেকশন