Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

চীনের বেল্ট অ্যান্ড রোডে যুক্ত হচ্ছে তালেবানের আফগানিস্তান

অনলাইন ডেস্ক

চীনের বেল্ট অ্যান্ড রোডে যুক্ত হচ্ছে তালেবানের আফগানিস্তান

চীনের ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগে (বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ) পাকিস্তানের সঙ্গে নিজেরাও অংশ হওয়ার ব্যাপারে সম্মত হয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। এর মাধ্যমে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে থাকা দেশটিতে অবকাঠামো প্রকল্পে অর্থায়নে বিলিয়ন ডলার বিনিয়োগের আশা দেখছে তালেবান। 

গতকাল শনিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং এবং পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ইসলামাবাদে সাক্ষাৎ করেন। আফগানিস্তানের পুনর্গঠন প্রক্রিয়ায় একসঙ্গে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন তাঁরা। এর মধ্যে ৬ হাজার কোটি ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) তালেবান শাসিত আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারিত করার উদ্যোগ অন্যতম। 

বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘দুই পক্ষ আফগান জনগণের জন্য তাদের মানবিক ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখতে এবং আফগানিস্তানে সিপিইসি সম্প্রসারণের মাধ্যমে দেশটিতে উন্নয়ন সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে।’ 

প্রায় এক দশক আগে শুরু হয়েছে প্রেসিডেন্ট শি চিন পিংয়ের ফ্ল্যাগশিপ প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। আফগানিস্তানে প্রকল্পটি সম্প্রসারিত করার বিষয়ে চীনা ও পাকিস্তানি কর্মকর্তারা এর আগেও আলোচনা করেছেন। বৈদেশিক মুদ্রার চরম সংকটে থাকা তালেবান সরকার এখন এই প্রকল্পে অংশ নিতে প্রস্তুত। এর মাধ্যমে জরুরি অবকাঠামো নির্মাণ খাতে বিপুল বিনিয়োগ পাওয়ার সম্ভাবনা দেখছে তালেবান। 

তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি চীনা ও পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দেখা করতে ইসলামাবাদ সফর করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় উপ মুখপাত্র হাফিজ জিয়া আহমদ একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁরা একটি চুক্তিতে পৌঁছেছেন। 

তালেবানরাও আফগানিস্তানের সমৃদ্ধ খনিজ সম্পদে চীনা বিনিয়োগ বৃদ্ধির আশা করছে। আফগানিস্তানে বিরল মৃত্তিকাসহ অত্যন্ত মূল্যবান ধাতু ও খনিজের বিপুল মজুত রয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটি সেগুলোতে হাত দেওয়ারই সুযোগ পায়নি। এই সম্পদের মূল্য আনুমানিক ১ লাখ কোটি। উত্তর আমু দরিয়া অববাহিকা থেকে জ্বালানি তেল উত্তোলনের জন্য চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশনের একটি সহযোগী সংস্থার সঙ্গে গত জানুয়ারিতে তালেবান সরকার প্রথম চুক্তি স্বাক্ষর করে। 

চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা আফগানিস্তানের রিজার্ভ পশ্চিমা সরকারগুলোর নিষেধাজ্ঞার কবল থেকে মুক্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তহবিল ব্যবহার করা হবে এই উদ্বেগের কথা বলে বিদেশে থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের প্রায় ৯০০ কোটি ডলার আটকে রাখা হয়েছে। তালেবান সরকার বারবার বলার পরও অর্থগুলো ছাড় করা হচ্ছে না।

ফুলের মতো দেখালেও এটি পৃথিবীর জন্য ভয়ংকর বিপদের বার্তা!

যেমন খুশি চুল রাখার অনুমতি পেল থাইল্যান্ডের ছাত্রছাত্রীরা

বিধিনিষেধে এআই-এর সঙ্গে নকল বন্ধুত্বের সম্পর্কে জড়াচ্ছে আফগান নারীরা

গুলি খাওয়ার ১৩ বছর পর গোপনে পাকিস্তানের নিজ গ্রামে মালালা

দুই সপ্তাহ পেরোতেই উ. কোরিয়ায় আবারও নিষিদ্ধ বিদেশি পর্যটকেরা

নিজ দেশেই বোমাবর্ষণ করল দ. কোরিয়ার বিমানবাহিনী!

দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ

যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা টিএসএমসি

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই