শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ শুক্রবার শপথ নিয়েছেন প্রবীণ আইনপ্রণেতা দিনেশ গুনাবর্ধনে। প্রেসিডেন্ট হিসেবে রনিল বিক্রমাসিংহে শপথ নেওয়ার এক দিন পরই শপথ নিলেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট অফিসের বাইরে অবস্থানরত বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার পরপরই শপথ নেন দিনেশ গুনাবর্ধনে। শপথগ্রহণের সময় প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, আইনপ্রণেতা ও সামরিক বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মন্ত্রিসভার বাকি সদস্যরা শুক্রবারের পরে শপথ নেবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ও আজ শুক্রবার ভোরে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট অফিসের বাইরে অবস্থানরত বিক্ষোভকারীদের সরিয়ে দেয় শ্রীলঙ্কার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় যেসব তাঁবুতে বিক্ষোভকারীরা অবস্থান করছিল, সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। বিক্ষোভস্থল থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযান চালানোর সময় বিবিসির এক সাংবাদিককে মারধর করেন সেনাসদস্যরা। ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলা হয়।