হোম > বিশ্ব > এশিয়া

কুকুর পোষা সমাজতন্ত্রের সঙ্গে বেমানান—নিষিদ্ধ হলো উত্তর কোরিয়ায়

বাড়িতে কুকুর পোষা মানুষদের ‘অ-সমাজতান্ত্রিক আচরণ’ করার জন্য অভিযুক্ত করেছে উত্তর কোরিয়ার সরকার। সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া একটি সংগঠনের বরাতে এই খবর জানিয়েছে উত্তর কোরিয়ার গণমাধ্যম ডেইলি এনকে। 

এ বিষয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, কুকুর পোষা কোনো ‘সমাজতান্ত্রিক আচরণ নয়’ এবং শুধু শুধু ‘অর্থের অপচয়’ হয় দাবি করে বিষয়টিকে নিষিদ্ধ করেছে উত্তর কোরিয়ার সোশ্যালিস্ট উইমেনস ইউনিয়ন। সংগঠনটি দাবি করেছে, একটি পোষা কুকুর রাখা এবং এটির সঙ্গে পরিবারের সদস্যের মতো আচরণ করা দেশ পরিচালনার জন্য কিম জং উনের দৃষ্টিভঙ্গির সঙ্গে সাংঘর্ষিক। 

সোশ্যালিস্ট উইমেনস ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত একজন বিষয়টি নিয়ে সম্প্রতি ডেইলি এনকের সঙ্গে কথা বলেছেন। বাড়িতে কুকুর পোষা পরিবারগুলোর সংখ্যা বাড়ছে দাবি করে তিনি বলেন, ‘সোশ্যালিস্ট উইমেনস ইউনিয়ন সম্প্রতি তার সদস্যদের জানিয়েছে, একটি কুকুরকে পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করা হয়। পরিবারের সদস্যরা কুকুরের সঙ্গে খায় এবং ঘুমায়। বিষয়টি সমাজতান্ত্রিক জীবনধারার সঙ্গে বেমানান এবং কঠোরভাবে এড়িয়ে যাওয়া উচিত।’ 

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ায় পোষা কুকুর রাখার প্রচলন শুরু হয় চলতি শতকের শুরুর দিকে। সেই সময় সরকার বিষয়টিকে সমস্যা হিসেবে মনে করেনি। কারণ, সরকারি অনেক কর্মকর্তা নিজেদের নিরাপত্তাসহ তাঁদের সম্পত্তি চোরের হাত থেকে রক্ষা করার জন্য প্রহরী কুকুরের প্রয়োজন ছিল। 

বর্তমান প্রেক্ষাপটে সোশ্যালিস্ট উইমেন ইউনিয়ন বলছে, কুকুর হলো মূলত একটি মাংস, যা প্রাকৃতিকভাবেই বেড়ে ওঠে এবং মারা গেলে এদের খাওয়া হয়। তাই কুকুরকে বাড়িতে রেখে পোষা সম্পূর্ণ অ-সমাজতান্ত্রিক এবং কঠোরভাবে নির্মূল করা উচিত। 

সরকারের আদেশ অমান্য করে বাড়িতে কুকুর পোষাকে একটি বড় সমস্যা হিসেবেও চিহ্নিত করেছে সংগঠনটি। এর কর্তাব্যক্তিরা জানিয়েছেন, কুকুরের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে উত্তর কোরিয়ায় ‘পশ্চিমা সংস্কৃতির’ চিহ্ন হিসেবে দেখা হয়। ইঁদুর নির্মূল করার জন্য বাড়িতে বিড়াল রাখার প্রথা দেশটিতে বহু প্রাচীন। তবে কুকুরের সংখ্যা ছিল খুবই কম। তবে সেই সংখ্যা ধীরে ধীরে অনেক বেড়ে গেছে। বিশেষ করে, বিদেশি জাতের কুকুর—যা উত্তর কোরিয়ায় একসময় বিরল ঘটনা ছিল।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!