হোম > বিশ্ব > এশিয়া

ফ্রিজে আশ্রয় নিয়ে ভূমিধস থেকে বেঁচে গেল কিশোর

ফিলিপাইনে ১১ বছর বয়সী এক কিশোর ঝড়ের সময় একটি ফ্রিজে আশ্রয় নিয়ে ভূমিধস থেকে বেঁচে গেছে। ওই কিশোরের নাম সিজে জেসমে। ভূমিধসে তাদের বাড়ি চাপা পড়লে জেসমে বাড়িতে থাকা ফ্রিজে আশ্রয় নেয়। এরপর সে ঝড় থেকে নিজেকে রক্ষার জন্য প্রায় ২০ ঘণ্টা ওই ফ্রিজের ভেতরেই ছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

গত শুক্রবার ফিলিপাইনের বেবে সিটিতে একটি ভূমিধসে তাদের বাড়ি চাপা পড়ার সময় জেসমে তার পরিবারের সঙ্গে বাড়িতে ছিল। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেগির কারণে লেইতে প্রদেশে উদ্ধার অভিযান চালানোর সময় উদ্ধারকারীরা একটি নদীর তীরে ২০ ঘণ্টা পর ভাঙা একটি ফ্রিজের ভেতর জেসমেকে পড়ে থাকতে দেখে। এরপর তাঁরা জেসমেকে উদ্ধার করে। 

স্থানীয় পুলিশ কর্মকর্তা জোনাস ইটিস জানান, উদ্ধারকারী দল জ্যাসমেকে সরিয়ে নেয়। তারা ভাঙা ফ্রিজটি কাদা থেকে কফিনের মতো ওঠায়। এরপর জেসমেকে স্ট্রেচারে করে সেখান থেকে সরিয়ে নেয়। 

উদ্ধারকারী দল বলেছে, জেসমে তাদের প্রথম যে শব্দটি বলেছিল, তা হলো ‘আমি ক্ষুধার্ত’। 

উদ্ধারকারীরা জানিয়েছে, ২০ ঘণ্টা পরও জেসমের জ্ঞান ছিল। তবে তার একটি পা ভেঙে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তার ভাঙা পায়ের জন্য অপারেশন করা হয়। 

পুলিশ জানিয়েছে, বর্তমানে ছেলেটির অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে ভূমিধসে এখনো তার মা ও ছোট ভাই নিখোঁজ রয়েছে। এর আগের দিনের আরেকটি ভূমিধসে তার বাবা মারা যায়। এতে তাদের বাড়িও ধ্বংস করেছিল। তবে ওই সময় তার আরেক ভাই বেঁচে যায়। 

এরই মধ্যে এই ঝড়ে বেবে এলাকায় প্রায় ২০০ গ্রামবাসী আহত হয়েছে। এ ছাড়া মৃত্যু হয়েছে ১৭২ জনের। স্থানীয় প্রশাসন বলছে, ঝড়ের কারণে লাখ লাখ মানুষ ওই এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। উদ্ধারকারী দলকে এখনো নিখোঁজদের খুঁজে পেতে কাদা, মাটির স্তূপ ও ধ্বংসাবশেষের সঙ্গে লড়াই করতে হচ্ছে। 

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!