হোম > বিশ্ব > এশিয়া

ফ্রিজে আশ্রয় নিয়ে ভূমিধস থেকে বেঁচে গেল কিশোর

অনলাইন ডেস্ক

ফিলিপাইনে ১১ বছর বয়সী এক কিশোর ঝড়ের সময় একটি ফ্রিজে আশ্রয় নিয়ে ভূমিধস থেকে বেঁচে গেছে। ওই কিশোরের নাম সিজে জেসমে। ভূমিধসে তাদের বাড়ি চাপা পড়লে জেসমে বাড়িতে থাকা ফ্রিজে আশ্রয় নেয়। এরপর সে ঝড় থেকে নিজেকে রক্ষার জন্য প্রায় ২০ ঘণ্টা ওই ফ্রিজের ভেতরেই ছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

গত শুক্রবার ফিলিপাইনের বেবে সিটিতে একটি ভূমিধসে তাদের বাড়ি চাপা পড়ার সময় জেসমে তার পরিবারের সঙ্গে বাড়িতে ছিল। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেগির কারণে লেইতে প্রদেশে উদ্ধার অভিযান চালানোর সময় উদ্ধারকারীরা একটি নদীর তীরে ২০ ঘণ্টা পর ভাঙা একটি ফ্রিজের ভেতর জেসমেকে পড়ে থাকতে দেখে। এরপর তাঁরা জেসমেকে উদ্ধার করে। 

স্থানীয় পুলিশ কর্মকর্তা জোনাস ইটিস জানান, উদ্ধারকারী দল জ্যাসমেকে সরিয়ে নেয়। তারা ভাঙা ফ্রিজটি কাদা থেকে কফিনের মতো ওঠায়। এরপর জেসমেকে স্ট্রেচারে করে সেখান থেকে সরিয়ে নেয়। 

উদ্ধারকারী দল বলেছে, জেসমে তাদের প্রথম যে শব্দটি বলেছিল, তা হলো ‘আমি ক্ষুধার্ত’। 

উদ্ধারকারীরা জানিয়েছে, ২০ ঘণ্টা পরও জেসমের জ্ঞান ছিল। তবে তার একটি পা ভেঙে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তার ভাঙা পায়ের জন্য অপারেশন করা হয়। 

পুলিশ জানিয়েছে, বর্তমানে ছেলেটির অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে ভূমিধসে এখনো তার মা ও ছোট ভাই নিখোঁজ রয়েছে। এর আগের দিনের আরেকটি ভূমিধসে তার বাবা মারা যায়। এতে তাদের বাড়িও ধ্বংস করেছিল। তবে ওই সময় তার আরেক ভাই বেঁচে যায়। 

এরই মধ্যে এই ঝড়ে বেবে এলাকায় প্রায় ২০০ গ্রামবাসী আহত হয়েছে। এ ছাড়া মৃত্যু হয়েছে ১৭২ জনের। স্থানীয় প্রশাসন বলছে, ঝড়ের কারণে লাখ লাখ মানুষ ওই এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। উদ্ধারকারী দলকে এখনো নিখোঁজদের খুঁজে পেতে কাদা, মাটির স্তূপ ও ধ্বংসাবশেষের সঙ্গে লড়াই করতে হচ্ছে। 

দীর্ঘজীবনের গোপন রহস্য জানালেন ১২৪ বছর বয়সী চীনা নারী

মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, মিজোরামে আটক ৫

২০২৪ সালে জাপান ভ্রমণ করেছে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ পর্যটক

অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাশিয়ায় উ. কোরীয় সেনাদের ‘অবমূল্যায়নের সুযোগ নেই’

ভেসে আসছে রহস্যময় বল, সিডনির ৯ সৈকত বন্ধ

‘মৃত্যুর পর কী হয়’, আত্মহত্যার আগে গুগলে সার্চ করেছিল কিশোর

ইসলাম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর ৯ মাসের কারাদণ্ড

তালেবানকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের প্রতি মালালার আহ্বান

১০০ বছর আগে নারীঘটিত যে খুন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ ভারতের রাজনীতি

সেকশন