অনলাইন ডেস্ক
বিদেশ থেকে এসে কোয়ারেন্টিনের নিয়ম ভাঙলে প্রকাশ্যেই লজ্জা দেওয়া হবে বলে জানিয়েছে জাপান সরকার। গতকাল সোমবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
সোমবার দিবাগত রাতে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তিন জাপানি নাগরিক সম্প্রতি বিদেশ থেকে ফিরে আসার পর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলেছে।
তবে ওই তিন ব্যক্তির চাকরি ও অবস্থান সম্পর্কে জাপান সরকার যে তথ্য দিয়েছে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন টুইটার ব্যবহারকারীরা।
জাপানে বিদেশ থেকে আসা ব্যক্তিদের দুই সপ্তাহের জন্য সেলফ কোয়ারেন্টিনে থাকতে হয়। এই সময়ে স্মার্ট ফোন অ্যাপের মাধ্যমে কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের তাঁদের স্বাস্থ্য ও অবস্থানের বিষয়ে সরকারকে অবগত করতে হয়।