আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ১১ কিলোমিটার দূরের এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। আজ শনিবার কাবুলের আশপাশের এলাকায় ব্যাপক অভিযান শুরু করেছে এই বিদ্রোহী গোষ্ঠী। একজন স্থানীয় আইন প্রণেতা বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন।
ওই আইন প্রণেতা এএফপিকে জানান, তালেবান সদস্যরা চার আসিয়াব জেলায় পৌঁছেছেন। এটি রাজধানীর কাবুল থেকে ১১ কিলোমিটার দূরে অবস্থিত।
আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে সব বিদেশি সেনাদের প্রত্যাহার করা হবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তালেবানের বিরুদ্ধে আফগান নেতাদের লড়াই করার জন্য আহ্বান জানিয়েছেন।
আফগানিস্তানে সরকারি বাহিনী ও তালেবান যোদ্ধাদের লড়াইয়ের বলি হচ্ছে দেশটির বেসামরিক নাগরিকেরা। জাতিসংঘের তথ্যমতে, গত মাসেই এক হাজারের বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। যুদ্ধে হাজার হাজার মানুষ বাড়িঘর হারিয়েছে।