Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

১৫ বছর পর দেশে ফিরছেন সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা

অনলাইন ডেস্ক

১৫ বছর পর দেশে ফিরছেন সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা

দীর্ঘ ১৫ বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে অবশেষে দেশে ফিরছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। তিনি আগামী ১০ আগস্ট ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ করবেন বলে ঘোষণা দিয়েছেন তাঁর কন্যা পেতংতার্ন সিনাওয়াত্রা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আজ বুধবার তিনি এ ঘোষণা দেন বলে ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে।

পেতংতার্ন সিনাওয়াত্রা বলেন, ‘আমি এবং আমার পরিবারের সবাই ভীষণ খুশি, আমরা অভিভূত। তবে এর সঙ্গে কিছুটা উদ্বিগ্নও। কিন্তু আমরা বাবার সিদ্ধান্তকে শ্রদ্ধা করি।’

ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন থাকসিন সিনাওয়াত্রা। সেনা অভ্যুত্থানে তিনি ক্ষমতা হারান। ২০০৮ সালে তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলায় রায় ঘোষণা হলে তিনি দেশ ছেড়ে চলে যান।

এমন এক সময়ে থাকসিন সিনাওয়াত্রার দেশে ফেরার বিষয়টি সামনে এল, যখন থাইল্যান্ডে সরকার গঠন নিয়ে অচলাবস্থা বিরাজ করছে। গত মে মাসে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এখনো সরকার গঠন করা সম্ভব হয়নি। সিনেটরদের সমর্থন না থাকায় সরকার গঠন করতে পারেনি মুভ ফরওয়ার্ড পার্টি। পেতংতার্ন সিনাওয়াত্রার দল ফেউ থাই পার্টি এখন সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে।

দুই সপ্তাহ পেরোতেই উ. কোরিয়ায় আবারও নিষিদ্ধ বিদেশি পর্যটকেরা

নিজ দেশেই বোমাবর্ষণ করল দ. কোরিয়ার বিমানবাহিনী!

দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ

যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা টিএসএমসি

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

প্রযুক্তি, বৈচিত্র্যে টোকিওর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন নারীরা

আঞ্চলিক সহযোগিতা: মধ্যপ্রাচ্যে নজর দক্ষিণ এশীয় দেশগুলোর