Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

পুলিশকে তথ্য দেওয়ার অভিযোগে ছত্তিশগড়ে ৪ জনকে হত্যা

অনলাইন ডেস্ক

পুলিশকে তথ্য দেওয়ার অভিযোগে ছত্তিশগড়ে  ৪ জনকে হত্যা

ভারতের ছত্তিশগড়ে পুলিশকে তথ্য দেওয়ার অভিযোগে সন্দেহজনক ৪ গ্রামবাসীকে হত্যা করেছে মাওবাদী নকশালরা। আজ বৃহস্পতিবার হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। 

রাজ্য কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দুটি আলাদা ঘটনায় ওই চার ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এর মধ্যে বুধবার রাত ও আজ বৃহস্পতিবার কংকার জেলার মরখান্দি গ্রামে প্রথমে তিনজনকে হত্যা করা হয়। তাঁদের বয়স ২৭ থেকে ৩৫ বছরের মধ্যে। এই হত্যাকাণ্ডের ঘটনায় নকশাল বিদ্রোহীরা ওই গ্রামে একটি পুস্তিকা বিতরণ করেছেন। যেখানে তাঁরা দাবি করেছেন, হত্যাকাণ্ডের শিকার তিনজনই পুলিশের ‘সি-৬০’ বাহিনীকে গোপনে তথ্য সরবরাহ করতেন। মহারাষ্ট্র পুলিশের বিশেষ এই ইউনিট মূলত নকশালবাদীদের দমনে কাজ করছে। 

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে বিজাপুর জেলায়। সেখানে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার পর রাস্তায় ফেলে রেখে যান নকশালবাদীরা। 

দুটি ঘটনায় নিরাপত্তা বাহিনী আজ বৃহস্পতিবার একটি যৌথ অভিযান শুরু করেছে। হত্যাকাণ্ডে অংশ নেওয়া মাওবাদী নকশালদের শনাক্ত করার চেষ্টা করছে তারা। 

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৭ নভেম্বর রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে যে ২০টি আসনে ভোট গ্রহণ করা হবে—তার মধ্যে কংকার ও বিজাপুর রয়েছে। মোট ৯০টি আসনের মধ্যে বাকি ৭০টি আসনের ভোট গ্রহণ ১৭ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে। 

পুলিশের তথ্য মতে, গত চার দশকে ছত্রিশগড়ের বিভিন্ন এলাকায় মাওবাদীরা কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি ধ্বংসের পাশাপাশি ১ হাজার ৭০০ নিরপরাধ নাগরিককে হত্যা করেছেন।

মিয়ানমারে গৃহযুদ্ধের কারণে জটিল হচ্ছে ত্রাণ কার্যক্রম

ভূমিকম্প: ব্যাংককে কেন একটিমাত্র ভবন ধসে পড়ল, বাকিগুলো কেন অক্ষত

এক ভবনেই চাপা পড়েছেন ৯০ জন

মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি ১৬০০ ছাড়াল

স্বজনদের নিয়ে উৎকণ্ঠায় তাইওয়ান-সিঙ্গাপুরের মিয়ানমারপ্রবাসীরা

মিয়ানমার-থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের কারণ কী, এত ক্ষয়ক্ষতি কেন হলো

নেপালে রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্রের দাবিতে বিক্ষোভের পেছনে কারা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে উদ্ধারকারী দল পাঠাল চীন-রাশিয়া

ভূমিকম্পে মিয়ানমারে নিহত ছাড়াল ১০০০, পৌঁছাতে পারে ১০ হাজারে

বিমসটেকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক আয়োজনের চেষ্টায় মিয়ানমার: রয়টার্স