হোম > বিশ্ব > এশিয়া

ক্ষমতায় ফেরার দুই বছর উদ্‌যাপন করল তালেবান

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের ক্ষমতায় ফেরার দুই বছর উদ্‌যাপন করেছে ক্ষমতাসীন তালেবান। কড়া নিরাপত্তার মধ্যে রাজধানী কাবুলসহ সারা দেশে আজ মঙ্গলবার তালেবানের ক্ষমতায় ফেরার দুই বছর উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আজ থেকে দুই বছর আগে, ২০২১ সালের ১৫ আগস্ট সর্বশেষ মার্কিন সেনাটিও আফগানিস্তান ত্যাগ করে। একই দিনে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশ ছেড়ে পালিয়ে যান। আফগান সেনাবাহিনীসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীও তালেবানকে প্রতিহত করা থেকে বিরত থাকে। সেদিনই কাবুলসহ সারা দেশে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান। ইসলামি আইন কায়েমের ঘোষণা দিয়ে প্রতিষ্ঠা করে ইসলামি আমিরাত। 

ক্ষমতায় ফেরারা দুই বছর পূর্তি উপলক্ষে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন, ‘কাবুল জয়ের দ্বিতীয় বার্ষিকীতে আমরা আফগান জাতির মুজাহিদীনদের অভিনন্দন জানাতে চাই এবং এই মহান জয়ের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া জানাই।’ 

এদিকে, নানা কর্মসূচি পালিত হলেও সারা দেশে নিরাপত্তা পরিস্থিতি ছিল কড়া। সারা দেশেই ব্যাপক হারে তল্লাশি চালানো হয়েছে। তবে এর আগে ক্ষমতায় ফেরার দুই বছর পূর্তি উপলক্ষে ১৫ আগস্টকে সাধারণ ছুটি বলে ঘোষণা দেয় তালেবান সরকার। 

এ বিষয়ে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘সারা দেশেরই নিরাপত্তাই নিশ্চিত করা হয়েছে। দেশের সমগ্র অঞ্চল একটি একক নেতৃত্বের আওতায় পরিচালিত হচ্ছে। শরিয়ার অধীনে ইসলামি শাসনব্যবস্থা অন্য ব্যবস্থাকে প্রতিস্থাপিত করেছে।’ আফগানিস্তান বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি নিরাপদ—তালেবানের এমন দাবির বিপরীতে জাতিসংঘ বলেছে, দেশটিতে এখনো বেসামরিক নাগরিকদের ওপর হামলা হচ্ছে এমনকি ইসলামিক স্টেট নিজেদের তালেবানের শত্রু বলে ঘোষণা দিয়েছে।

দীর্ঘজীবনের গোপন রহস্য জানালেন ১২৪ বছর বয়সী চীনা নারী

মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, মিজোরামে আটক ৫

২০২৪ সালে জাপান ভ্রমণ করেছে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ পর্যটক

অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাশিয়ায় উ. কোরীয় সেনাদের ‘অবমূল্যায়নের সুযোগ নেই’

ভেসে আসছে রহস্যময় বল, সিডনির ৯ সৈকত বন্ধ

‘মৃত্যুর পর কী হয়’, আত্মহত্যার আগে গুগলে সার্চ করেছিল কিশোর

ইসলাম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর ৯ মাসের কারাদণ্ড

তালেবানকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের প্রতি মালালার আহ্বান

১০০ বছর আগে নারীঘটিত যে খুন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ ভারতের রাজনীতি

সেকশন