হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানে ঈদের নামাজ চলাকালে রকেট হামলা

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ মঙ্গলবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহার নামাজ চলাকালে আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রেসিডেনশিয়াল প্যালেসের কাছে রকেট হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকাল আটটার দিকে ঘটনাটি ঘটে। কর্তৃপক্ষ ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তথ্যটি জানিয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় এখনো কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। হামলার সঙ্গে কারা জড়িত বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। 

টেলিভিশনের ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের প্রকট শব্দের মাঝেও নামাজ আদায় করে যান আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। 

দেশটির অভ্যন্তরীণ বিষয় সংক্রান্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মীরওয়াইস স্ট্যানিকজাই জানিয়েছেন, প্যালেসের বাইরে তিনটি রকেট হামলা চালানো হয়। ঘটনাটির তদন্ত করা হচ্ছে। 

দেশটির সবচেয়ে সুরক্ষিত ‘গ্রিন জোন’ এলাকায় এই রকেট হামলা চালানো হয়। এই স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের দূতাবাস রয়েছে।   

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!