হোম > বিশ্ব > এশিয়া

আইএসকে ‘হুমকি’ বলছে তালেবানও

অনলাইন ডেস্ক

তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই দেশত্যাগ করতে কাবুল বিমানবন্দরে ভিড় করতে থাকে আফগান নাগরিকরা। নিজ নিজ দেশের নাগরিকদের আগামী ৩১ আগস্টের মধ্যে নিরাপদে দেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ। সবকিছু মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কাবুল বিমানবন্দর। 

সময় যত গড়াচ্ছে কাবুল বিমানবন্দর নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বিভিন্ন দেশ। কাবুল বিমানবন্দরে আইএসের হামলার আশঙ্কা করছে তালেবানও। তবে তালেবান কাবুল বিমানবন্দরের বাইরে নাগরিকদের সুরক্ষা দিতে কাজ করে যাচ্ছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে। 

নাম প্রকাশ না করার শর্তে তালেবানের এক সদস্য বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আমাদের (তালেবান) নিরাপত্তাকর্মীরাও জীবনের ঝুঁকি নিয়ে কাবুল বিমানবন্দরে দায়িত্ব পালন করছে। তারাও ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের হুমকির মুখে রয়েছে। 

আফগান বেসামরিক বিমান চলাচল কর্মকর্তা আহমেদউল্লাহ রফিকজাইয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার আশঙ্কা থাকলেও মানুষ বিমানবন্দরের গেটে ভিড় করছেই। বারবার সতর্ক করা হচ্ছে। যেকোনো আত্মঘাতী বোমা হামলাকারী সহজেই বিমানবন্দরে হামলা চালাতে পারে। এত সতর্কতার পরেও মানুষজন বিমানবন্দর ছেড়ে যাচ্ছে না। তাঁরা যেকোনো ভাবেই হোক দেশত্যাগ করতে বদ্ধ পরিকর। এমনকি তাঁরা মৃত্যুকেও পরোয়া করছে না। জীবনের ঝুঁকি নিয়েই তাঁরা ভিড় করছে। 

এখনো আফগানিস্তান ছাড়তে কাবুল বিমানবন্দরে ১০ হাজারের বেশি মানুষ অপেক্ষা করছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল উইলিয়াম টেইলর। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। যারা কাবুল বিমানবন্দরের বাইরে অবস্থান করছে তাঁদের দ্রুত এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। 

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী মরিস পেইন বলেন, কাবুল বিমানবন্দর সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে। অ্যাবে গেট, পূর্ব গেট, উত্তর গেটে যারা অপেক্ষমাণ আছে তাঁদের দ্রুত স্থান ত্যাগের নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র বিভাগ। নাগরিকদের একই ধরনের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। দেশটি নাগরিকদের নিরাপদ স্থানে চলে যেতে এবং পরবর্তী পরামর্শের জন্য অপেক্ষা করতে বলেছে। 

গত মঙ্গলবার (২৪ আগস্ট) জো বাইডেন বলেন, ‘যত দ্রুত আফগানিস্তান ত্যাগ করা যায় ততই ভালো। কেননা কাবুল বিমানবন্দরে ইসলামিক স্টেটের (আইএস) হামলার আশঙ্কা বাড়ছে।’ 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় কাবুল থেকে প্রায় ১৯ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত ৮২ হাজারের বেশি মানুষকে কাবুল বিমানবন্দর দিয়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।       

ওমব্যাট ছানা নিয়ে বিতর্কের মুখে অস্ট্রেলিয়া ছাড়লেন মার্কিন ইনফ্লুয়েন্সার

মালয়েশিয়ার কফিতে যৌন উত্তেজক উপাদান, নিষিদ্ধ করল সিঙ্গাপুর

ভুটানের ‘মাইন্ডফুলনেস’ শহর কেমন হবে—ধারণা দিল নতুন একটি বিমানবন্দর

মাদকের বিরুদ্ধে যুদ্ধের দায় স্বীকার কারাবন্দী দুতার্তের, আইনি লড়াইয়ে প্রস্তুত

টাইটানিয়াম দিয়ে তৈরি কৃত্রিম হৃৎপিণ্ডে ১০০ দিন পাড়ি

বাংলাদেশ–নেপাল ফুটবল ম্যাচে পদদলিত হয়ে প্রাণ হারায় ৯৩ দর্শক

ফিলিপাইনে দুতার্তের গ্রেপ্তারের নেপথ্যে আইসিসি, কাজ করে যেভাবে

গ্রেপ্তারের পর হেগে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুতার্তেকে

দালাই লামা জানালেন—তাঁর পরবর্তী পুনর্জন্ম হবে চীনের বাইরে

যিশুকে অবমাননা, ইন্দোনেশিয়ায় মুসলিম নারীর ৩ বছর কারাদণ্ড