আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার এক মাস পূর্ণ হওয়ার আগেই নতুন মন্ত্রী ঘোষণা করেছে তালেবান। এরই মধ্যে তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, শরিয়াহ আইনেই চলবে আফগানিস্তান।
এ নিয়ে তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এক বিবৃতিতে বলেন, ভবিষ্যতে সব সরকারি কার্যক্রম এবং আফগানিস্তানের মানুষের জীবন পবিত্র শরিয়াহ আইনে চলবে।
এদিকে সম্প্রতি তালেবানের শিক্ষামন্ত্রী শেখ নুরুল্লাহ মুনিরকে একটি ভিডিওতে উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়া ওই ভিডিওতে আফগানিস্তানের শিক্ষামন্ত্রী নুরুল্লাহ মুনির বলেন, আজ কোনো পিএইচডি, মাস্টার্স ডিগ্রির মূল্য নেই। আপনারা দেখুন যে মোল্লা ও তালেবান যাঁরা এখন ক্ষমতায় আছে, তাঁদের কারোরই কোনো পিএইচডি, মাস্টার্স অথবা উচ্চবিদ্যালয়ের ডিগ্রি পর্যন্ত নেই। কিন্তু তবু তাঁরা সবার চেয়ে বড় পদে রয়েছেন।
এই ভিডিওতে একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, কেন এই লোক শিক্ষা নিয়ে কথা বলছে?
আরেকজন ব্যবহারকারী টুইটারে লিখেছেন, এটি একটি লজ্জাজনক চিন্তা। তাদের ক্ষমতায় থাকা যুবক ও শিশুদের জন্য বিপর্যয়কর।