হোম > বিশ্ব > এশিয়া

এনএসও-এর ওপর তদন্ত চালাবে ইসরায়েলের পুলিশ

অনলাইন ডেস্ক

পেগাসাস স্পাইওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনএসও-এর ওপর তদন্ত পরিচালনা করবে ইসরায়েলের পুলিশ। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ জনসাধারণের ওপর নজরদারির কাজে ওই প্রতিষ্ঠানের স্পাইওয়্যার ব্যবহৃত হয়েছে সংবাদমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে দেশটির পুলিশ প্রশাসন মন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। 

সোমবার সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। 

দেশটির পুলিশ প্রশাসনের দায়িত্বে থাকা মন্ত্রী সোমবার জানিয়েছেন, একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। 

পেগাসাস স্পাইওয়্যার ইসরায়েলের এনএসও গ্রুপের তৈরি একটি সেলফোন হ্যাকিং টুল। যা কোনো ধরনের বিচারিক পরোয়ানা ছাড়াই গোয়েন্দা তথ্য হাতিয়ে নিতে ব্যবহার করা হয়। এই স্পাইওয়্যারটি নেতানিয়াহু, তাঁর এক পুত্র, দুর্নীতির অভিযোগে বিচারাধীন তাঁর দুই সহকারী এবং মামলার আরও এক আসামিসহ বেশ কয়েকজন সাক্ষীর ফোনে আড়িপাততে ব্যবহার করা হয়েছিল বলে স্থানীয় এক দৈনিকে প্রকাশ পেয়েছে। 

এই বিষয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ওমের বারলেভ বলেছেন, তিনি একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করছেন বিষয়টি গভীরভাবে তলিয়ে দেখার জন্য। 

তবে এনএসও জানিয়েছে, তাদের সব ধরনের বিক্রয় সরকার অনুমোদিত এবং তাঁরা নিজে পেগাসাস কখনোই ব্যবহার করে না। 

এই বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এখনো কোনো মন্তব্য করেননি। 

এদিকে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ উদ্বেগ প্রকাশ করে এক বক্তৃতায় বলেছেন, ‘আমাদের গণতন্ত্র ও পুলিশের ওপর বিশ্বাস হারানো উচিত নয় এবং আমরা অবশ্যই তাঁদের ওপর জনগণের আস্থা নষ্ট করতে পারি না। তাই এই বিষয়ে গভীর ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন।’ 

দীর্ঘজীবনের গোপন রহস্য জানালেন ১২৪ বছর বয়সী চীনা নারী

মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, মিজোরামে আটক ৫

২০২৪ সালে জাপান ভ্রমণ করেছে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ পর্যটক

অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাশিয়ায় উ. কোরীয় সেনাদের ‘অবমূল্যায়নের সুযোগ নেই’

ভেসে আসছে রহস্যময় বল, সিডনির ৯ সৈকত বন্ধ

‘মৃত্যুর পর কী হয়’, আত্মহত্যার আগে গুগলে সার্চ করেছিল কিশোর

ইসলাম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর ৯ মাসের কারাদণ্ড

তালেবানকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের প্রতি মালালার আহ্বান

১০০ বছর আগে নারীঘটিত যে খুন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ ভারতের রাজনীতি

সেকশন