হোম > বিশ্ব > এশিয়া

উত্তর কোরিয়ার আকাশে যুক্তরাষ্ট্রের বিমান, কড়া হুঁশিয়ারি

উত্তর কোরিয়ার আকাশসীমায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমান অন্তত আটবার চক্কর দিয়েছে বলে দাবি করেছে পিয়ংইয়ং। আজ মঙ্গলবার এমন অভিযোগ করে পিয়ংইয়ং কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, এমন চলতে থাকলে তারা কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এর আগে গতকাল সোমবার একই অভিযোগ তুলেছিল উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং-উনের বোন কিম ইয়ো-জং দাবি করেন, উত্তর কোরিয়ার আকাশসীমায় মার্কিন গোয়েন্দা বিমান নজরদারি চালাচ্ছে। আবারও এমন ঘটলে পিয়ংইয়ং গুলি করে সেই বিমান ভূপাতিত করতে বাধ্য হবে বলেও হুমকি দেন কিম। 

কিম ইয়ো-জং জানান, উত্তর কোরিয়ার থংচন অঞ্চল থেকে ৪৩৫ কিলোমিটার দূরে সমুদ্রের ওপর দিয়ে মার্কিন গোয়েন্দা বিমান উড়েছে। ওই এলাকা উত্তর কোরিয়ার আকাশসীমার মধ্যে পড়ে। 

উত্তর কোরিয়ার এই অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। 

তবে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো বিমান উত্তর কোরিয়ার আকাশসীমায় প্রবেশ করেনি। আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বিমান চলাচল করেছে। এটা রুটিন ফ্লাইট। এর সঙ্গে গুপ্তচরবৃত্তির কোনো সম্পর্ক নেই।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!