Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

৪৩ উইঘুর মুসলিমকে চীনে ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড, মানবাধিকারকর্মীদের উদ্বেগ

৪৩ উইঘুর মুসলিমকে চীনে ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড, মানবাধিকারকর্মীদের উদ্বেগ
ইস্তাম্বুলে উইঘুর অধিকারের দাবি বিক্ষোভ। ছবি: এএফপি

এক দশকেরও বেশি সময় ধরে থাইল্যান্ডে আটক ৪৩ জন উইঘুর মুসলমানকে চীনে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার। এ নিয়ে তাঁদের পরিবারের সদস্য ও মানবাধিকারকর্মীরা শঙ্কায় আছেন। তাঁরা বলছেন, চীনে গেলে তাঁদের নির্যাতন ও অত্যাচারের শিকার হতে হবে। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের খবরে এসব বলা হয়েছে।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) কাছে পাঠানো এক চিঠিতে ব্যাংককে আটক এই উইঘুররা তাঁদের সম্ভাব্য ফেরত পাঠানো বন্ধের আহ্বান জানিয়েছেন। চিঠিতে তাঁরা বলেছেন, ‘আমাদের জেলে রাখা হতে পারে, এমনকি আমরা প্রাণও হারাতে পারি। মানবাধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ও দেশগুলোর প্রতি তৎক্ষণাৎ হস্তক্ষেপ করার জন্য অনুরোধ জানাই।’

উইঘুররা মূলত চীনের জিনজিয়াং অঞ্চলের তুর্কিভাষী মুসলমান সম্প্রদায়। চীনের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের পর সেখানে তাঁদের সংস্কৃতি ও আত্মপরিচয় দমনের জন্য চীন ব্যাপক দমন-পীড়ন চালিয়েছে বলে অভিযোগ আছে। চীনের এই অভিযানকে পশ্চিমা দেশগুলো ‘গণহত্যা’ হিসেবেও বিবেচনা করে। জিনজিয়াংয়ে কয়েক হাজার উইঘুর বিভিন্ন বন্দিশিবির ও কারাগারে আটক রয়েছেন বলে প্রমাণ পাওয়া গেছে।

এর আগে, ২০১৪ সালে চীনের নির্যাতন থেকে পালিয়ে আসা এমন ৩ শতাধিক উইঘুর মুসলমানকে থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তে আটক করা হয়। পরে, ২০১৫ সালে থাইল্যান্ড সরকার ১০৯ জন উইঘুরকে জোরপূর্বক চীনে ফেরত পাঠায়, যা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার জন্ম দেয়।

বর্তমানে থাইল্যান্ডে ৪৮ জন উইঘুর আটক আছেন। তাঁদের মধ্যে পাঁচজন জেল খাটছেন পালানোর চেষ্টা করার দায়ে। বাকিরা ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আছেন। বন্দী অবস্থায় তাঁদের জীবনযাপন অত্যন্ত কষ্টকর। পরিবারের সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ এবং আইনজীবী বা মানবাধিকার সংস্থাগুলোর সহায়তা থেকে তাঁরা বঞ্চিত।

চলতি বছরের জানুয়ারিতে থাই কর্তৃপক্ষ বন্দীদের কাছে স্বেচ্ছায় চীনে ফেরত যাওয়ার নথিতে সই করার অনুরোধ জানায়। বন্দীরা তা প্রত্যাখ্যান করেন। মানবাধিকারকর্মীরা বলছেন, উইঘুর বন্দীদের ফেরত পাঠানোর পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে। ২০২৩ সালে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা থাই সরকারের কাছে পাঠানো চিঠিতে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

উইঘুর অধিকারবিষয়ক একটি সংগঠনের গবেষণা ও অ্যাডভোকেসি পরিচালক পিটার আরউইন বলেন, ‘৪৩ জন উইঘুরের কোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ নেই। তাঁরা আন্তর্জাতিক আইনের সুরক্ষা পাওয়ার অধিকারী।’

আটক বন্দীদের পরিবারও তাঁদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন। বন্দীদের একজনের ভাই বিলাল আবলেত বলেন, ‘আমরা সব সময় ভয়ে থাকি। বিশ্ব সরকারগুলো জানে, কিন্তু চীনের চাপে তারা কিছু করছে না।’

আটকদের আশ্রয় দিতে আগ্রহী আরও দেশ রয়েছে বলে থাইল্যান্ডের মানবাধিকার কমিশনের একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে। কিন্তু থাই কর্তৃপক্ষ এখনো তাঁদের এই প্রস্তাবে সাড়া দেয়নি। চীন দাবি করে, উইঘুর মুসলমানরা জঙ্গি কার্যক্রমে জড়িত। তবে চীন এ বিষয়ে কোনো প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে।

বিশ্বের সর্বোচ্চ পরিত্যক্ত গগনচুম্বী ভবনের নির্মাণকাজ আবার শুরু হচ্ছে

থাইল্যান্ডে প্রবেশে বিদেশিদের জন্য বাধ্যতামূলক নতুন নিয়ম

কাশ্মীর হামলায় জড়িত টিআরএফ কি জঙ্গি সংগঠন

‘নি হাও’ বলায় রুশ পর্যটকের সঙ্গে তর্কাতর্কি, থাইল্যান্ডে কর্মকর্তা চাকরিচ্যুত

ভূমিকম্পের ঝুঁকির মধ্যেই মিয়ানমারে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে রাশিয়া

পূর্ব ও দক্ষিণ–পূর্ব এশিয়ায় ক্যানসারের মতো ছড়াচ্ছে সাইবার অপরাধ: জাতিসংঘের প্রতিবেদন

শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

জাপানে ৭ ডলার আত্মসাতের দায়ে ৮৪ হাজার ডলার পেনশন হারালেন বাসচালক

মালয়েশিয়ায় ২২ হাজার অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ১৬৫ জন

উ. কোরিয়ায় শক্তির নতুন বলয় গড়ে তুলছেন কিম জং-উনের ডানহাত চো