Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

কাবুল বিমানবন্দরে হামলার মূল হোতাকে হত্যা করল তালেবান

কাবুল বিমানবন্দরে হামলার মূল হোতাকে হত্যা করল তালেবান

২০২১ সালে আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলার মূল হোতা হিসেবে বিবেচিত ইসলামিক স্টেটের (আইএস) এক নেতাকে হত্যা করেছে তালেবান। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে বিবিসিকে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস। 

২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলে নেওয়ার পর আফগান নাগরিকেরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথের কাছে বোমা হামলায় ১৭০ জন বেসামরিক নাগরিক ও ১৩ জন মার্কিন সেনা নিহত হন। 

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, এই হামলার নেপথ্যের আইএস নেতা নিহত হয়েছেন কয়েক সপ্তাহ আগেই। তবে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হতে সময় লেগেছে। এ ছাড়া ওই নেতার নামও প্রকাশ করা হয়নি। 

গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং ওই অঞ্চল পর্যবেক্ষণের মাধ্যমে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন যে, সেই আইএস নেতা মারা গেছেন। তবে বোমা হামলার জন্য যে এই নেতাই দায়ী, এটি কীভাবে জানা গেল সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি কর্মকর্তারা। 

সিনিয়র এক মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, ‘সরকারের বিশেষজ্ঞরা এ বিষয়ে অনেকটা নিশ্চিত যে, ওই ব্যক্তিই বিমানবন্দরে বোমা হামলার জন্য মূল হোতা ছিলেন।’ 

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র আইএসের এই নেতার মৃত্যুর খবর জানতে পেরেছিল এপ্রিলের শুরুতে। তবে তালেবান তাঁকে টার্গেট করে হত্যা করেছে, নাকি আইএস-তালেবানের সংঘাতে পড়ে তিনি নিহত হয়েছেন, তা স্পষ্ট জানা যায়নি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

বিশ্বের সর্বোচ্চ পরিত্যক্ত গগনচুম্বী ভবনের নির্মাণকাজ আবার শুরু হচ্ছে

থাইল্যান্ডে প্রবেশে বিদেশিদের জন্য বাধ্যতামূলক নতুন নিয়ম

কাশ্মীর হামলায় জড়িত টিআরএফ কি জঙ্গি সংগঠন

‘নি হাও’ বলায় রুশ পর্যটকের সঙ্গে তর্কাতর্কি, থাইল্যান্ডে কর্মকর্তা চাকরিচ্যুত

ভূমিকম্পের ঝুঁকির মধ্যেই মিয়ানমারে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে রাশিয়া

পূর্ব ও দক্ষিণ–পূর্ব এশিয়ায় ক্যানসারের মতো ছড়াচ্ছে সাইবার অপরাধ: জাতিসংঘের প্রতিবেদন

শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

জাপানে ৭ ডলার আত্মসাতের দায়ে ৮৪ হাজার ডলার পেনশন হারালেন বাসচালক

মালয়েশিয়ায় ২২ হাজার অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ১৬৫ জন

উ. কোরিয়ায় শক্তির নতুন বলয় গড়ে তুলছেন কিম জং-উনের ডানহাত চো