হোম > বিশ্ব > এশিয়া

জাপানের আকাশসীমার কাছাকাছি চীন-রাশিয়ার যুদ্ধবিমান

জাপানের আকাশসীমার কাছাকাছি চীন ও রাশিয়ার যুদ্ধবিমান দেখা গেছে বলে জানিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী। জাপানের রাজধানী টোকিওতে চার দেশীয় জোট কোয়াডের বৈঠক চলাকালেই চীন ও রাশিয়ার যুদ্ধবিমান দেখা গেল দেশটির আকাশসীমার কাছাকাছি। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

জাপানের প্রতিরক্ষামন্ত্রী নবুও কিশি জানিয়েছেন, তাঁর সরকার এরই মধ্যে জাপানের আকাশসীমার কাছাকাছি চীন-রাশিয়ার যুদ্ধবিমানের যৌথ মহড়ার বিষয়টি গভীর মনোযোগের সঙ্গে বিবেচনা করছে। ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে চার দেশ—যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের জোট কোয়াডের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে দেশটিতে। 

নবুও কিশি বলেছেন, ‘দুটি চীনা যুদ্ধবিমানের সঙ্গে দুটি রুশ যুদ্ধবিমান যুক্ত হয়ে জাপানের আকাশসীমার কাছাকাছি মহড়া চালায়। বিমানগুলো পরে পূর্ব চীন সাগর উপকূল থেকে প্রশান্ত মহাসাগরের দিকে চলে যায়।’

যদিও যুদ্ধবিমানগুলো জাপানের আকাশসীমায় প্রবেশ করেনি তবে সেগুলো খুব কাছাকাছিই মহড়া দিয়েছে। গত বছরের নভেম্বর থেকে এখন পর্যন্ত এই নিয়ে চারবার এমন ঘটনা ঘটল। 

জাপানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এর আগেও জাপানের হোক্কাইডো এবং নোটো পেনিনসুলায় রাশিয়ার গোয়েন্দা বিমান উড়ে যেতে দেখা গেছে। তিনি, রাশিয়ার এমন আচরণকে ‘উসকানিমূলক’ বলে আখ্যা দিয়েছেন।

এর আগে, কোয়াড সম্মেলনের প্রথম দিন গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন—তাইওয়ানকে চীনের আক্রমণ থেকে রক্ষা করা তাদের কাছে প্রতিজ্ঞা রক্ষার মতো। জবাবে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে চীন জানিয়েছে, তাইওয়ানের বিষয়টি একান্তভাবেই তাদের অভ্যন্তরীণ ইস্যু।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!