Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

ইরাকে মার্কিন দূতাবাসে রকেট হামলা, আহত ৩ 

অনলাইন ডেস্ক

ইরাকে মার্কিন দূতাবাসে রকেট হামলা, আহত ৩ 

ইরাকের রাজধানী বাগদাদের ‘গ্রিন জোন’ হিসেবে পরিচিত সুরক্ষিত এলাকায় রকেট হামলা হয়েছে। এই হামলায় দুই শিশুসহ তিনজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই হামলা চালানো হয়। 

ইরাকের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, তিনটি রকেটের মধ্যে একটি স্কুলে গিয়ে আঘাত হানে। আর দুটি মার্কিন দূতাবাসের মাঠে গিয়ে আঘাত হানে।

ইরাক পার্লামেন্টের সদ্য নিয়োগ হওয়া স্পিকারকে বরখাস্ত করেন দেশটির একটি শীর্ষ আদালত। এ নিয়ে ইরাকের রাজনীতিতে শুরু হয়েছে নতুন সংকট। এরই মধ্যে মার্কিন দূতাবাসে হামলা চালানো হলো।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের উচ্চপদস্থ একজন কর্মকর্তা জানান, গ্রিন জোন লক্ষ্য করে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে দুটি মার্কিন দূতাবাসে আঘাত হানে। আরেকটি কাছের একটি স্কুলে আঘাত হানে। আহতদের মধ্যে একজন নারী, এক মেয়ে ও এক ছেলেশিশু রয়েছে। 

সম্প্রতি মার্কিন সেনাবাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট হামলার ঘটনা ঘটেছে ইরাকে। মার্কিন প্রশাসনের দাবি, ইরানপন্থিরাই এই হামলাগুলো চালিয়ে থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের নিরাপত্তা বাহিনীর আরেকটি সূত্র জানায়, মার্কিন দূতাবাসের ভেতরে কোনো ক্ষতি হয়নি অথবা কেউ আহত হয়নি।

এদিকে এই হামলার নিন্দা জানিয়েছে ইরাকের মার্কিন দূতাবাস। হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইরাকের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইরাকের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। 

এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি।

আইসিসির পরোয়ানায় গ্রেপ্তার ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে

ক্ষমতাচ্যুত রাজাকে স্বাগত জানাতে র‍্যালি, পরিবেশের ক্ষতি করার দায়ে জরিমানা লাখ রুপি

১৫০ কোটি ডলারের ক্রিপটো চুরি, ৩০ কোটি তুলে নিয়েছে উ. কোরিয়ার হ্যাকাররা

রোহিঙ্গাদের দৃষ্টিতে অং সান সু চি কেমন

‘বিপজ্জনক’ আফগানিস্তানে ট্রাভেল ভ্লগারদের ভিড়, রমরমা কনটেন্ট বাণিজ্য

থ্রি ডি প্রিন্ট প্রযুক্তি: ৫ সপ্তাহে বহুতল ভবন নির্মাণ করছেন অস্ট্রেলিয়ার আহমেদ মাহিল

বহু নাটকীয়তার পর মুক্তি পেলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট

ফুলের মতো দেখালেও এটি পৃথিবীর জন্য ভয়ংকর বিপদের বার্তা!

যেমন খুশি চুল রাখার অনুমতি পেল থাইল্যান্ডের ছাত্রছাত্রীরা

বিধিনিষেধে এআই-এর সঙ্গে নকল বন্ধুত্বের সম্পর্কে জড়াচ্ছে আফগান নারীরা