অনলাইন ডেস্ক
ফিলিপাইনে অবকাশ যাপনের জন্য বিখ্যাত দ্বীপ সিয়ারগাঁও ও আশপাশের অঞ্চলে আজ বৃহস্পতিবার দুপুরের পর ‘রাই’ নামের একটি শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে। প্রায় এক লাখ মানুষ নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন। ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগের বাতাস এবং বুক পরিমাণ পানিতে উদ্ধার তৎপরতা কোনো কোনো জায়গায় বন্ধ রাখা হয়েছে।
এখন পর্যন্ত কোনো মানুষের নিহতের খবর পাওয়া যায়নি।
গতকাল আঘাত হানা টাইফুনটি ৫ নম্বর ক্যাটাগরির, যা সুপার টাইফুন হিসেবে পরিচিত। চলতি বছর এটি দেশটির দ্বিতীয় শক্তিশালী টাইফুন। প্রায় সাড়ে সাত হাজার দ্বীপ নিয়ে গঠিত টাইফুন প্রবণ দেশটিতে চলতি বছর এবার নিয়ে ১৫টি টাইফুন আঘাত হেনেছে।
করোনা বিধ্বস্ত দেশটিতে গতকালের টাইফুনে কয়েক লাখ মানুষের দুর্দশা আরও বাড়বে এবং অনেকের জীবন ঝুঁকিতে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির রেড ক্রসের চেয়ারম্যান রিচার্ড গর্ডন।