হোম > বিশ্ব > এশিয়া

স্বাধীনতা দিবসের র‍্যালিতে গুলি চালাল তালেবান, বেশ কয়েকজন নিহত

অনলাইন ডেস্ক

আজ ১৯ আগস্ট। আফগানিস্তানের ১০২তম স্বাধীনতা দিবস। ১৯১৯ সালের আজকের এই দিনে ব্রিটেনকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করে দেশটি। এ বছর সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতিতে দিবসটি উদ্‌যাপন করা হচ্ছে। আশরাফ গনির সরকারকে হটিয়ে গত ১৫ আগস্ট দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর আসাদাবাদে স্বাধীনতা দিবসের র‍্যালিতে গুলি চালিয়েছে তালেবান। এ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

এর আগে বুধবার (১৮ আগস্ট) জালালাবাদে জাতীয় পতাকা নিয়ে মিছিলে অংশ নেওয়া আফগানিদের ওপর গুলি চালায় তালেবান, এ ঘটনায় প্রাণ হারায় তিনজন। 

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আসাদাবাদে স্বাধীনতা দিবসের সমাবেশে আফগানিস্তানের জাতীয় পতাকা উড়ানো লোকজনের ওপর গুলি চালানো হয়েছে। বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। 

ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সেলিমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তালেবানের গুলি নাকি গুলির কারণে আতঙ্কিত লোকজনের ছুটোছুটির সময় পদদলনে হতাহতের ঘটনা ঘটেছে সেটি এখনো পরিষ্কার নয়। 

মোহাম্মদ সেলিম বলেন, ‘শত শত মানুষ রাস্তায় নেমে আসে। আমি প্রথমে আতঙ্কিত ছিলাম। আমি যেতে চাইনি। কিন্তু এক প্রতিবেশীর দেখাদেখি আমিও জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নামি।’

উল্লেখ্য, বর্তমান পতাকা পরিবর্তন করে তালেবান তাদের ১৯৯৬ সালের পতাকা আবার ফিরিয়ে আনতে চাচ্ছে। কিন্তু অনেক আফগানি তা মেনে নিচ্ছেন না। মূলত এর প্রতিবাদেই তাঁরা রাস্তায় নেমেছেন।

ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী এক পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের

হারানো শহর ফিরে পেতে মরিয়া মিয়ানমারের চিন রাজ্যের বিদ্রোহীরা

ওমব্যাট ছানা নিয়ে বিতর্কের মুখে অস্ট্রেলিয়া ছাড়লেন মার্কিন ইনফ্লুয়েন্সার

মালয়েশিয়ার কফিতে যৌন উত্তেজক উপাদান, নিষিদ্ধ করল সিঙ্গাপুর

ভুটানের ‘মাইন্ডফুলনেস’ শহর কেমন হবে—ধারণা দিল নতুন একটি বিমানবন্দর

মাদকের বিরুদ্ধে যুদ্ধের দায় স্বীকার কারাবন্দী দুতার্তের, আইনি লড়াইয়ে প্রস্তুত

টাইটানিয়াম দিয়ে তৈরি কৃত্রিম হৃৎপিণ্ডে ১০০ দিন পাড়ি

বাংলাদেশ–নেপাল ফুটবল ম্যাচে পদদলিত হয়ে প্রাণ হারায় ৯৩ দর্শক

ফিলিপাইনে দুতার্তের গ্রেপ্তারের নেপথ্যে আইসিসি, কাজ করে যেভাবে

গ্রেপ্তারের পর হেগে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুতার্তেকে