হোম > বিশ্ব > এশিয়া

আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদনে যাচ্ছে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক    

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ছবি: কেসিএনএ

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

কেসিএনএ—তে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, কিম জং উন উত্তর কোরিয়ার অমানবিক বিমান প্রযুক্তি কমপ্লেক্সের (ইউএটিসি) তৈরি ড্রোন পরীক্ষার কার্যক্রম তদারকি করেছেন। এসব ড্রোনের উদ্দেশ্য হলো ভূমি ও সমুদ্র লক্ষ্যবস্তুতে আঘাত হানা।

এ সময় কিম জং উন আত্মঘাতী ড্রোন তৈরির জন্য ধারাবাহিক উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন। তিনি বলেছেন, ‘যত দ্রুত সম্ভব পূর্ণমাত্রায় এসব ড্রোন উৎপাদন শুরু করা উচিত।’ উল্লেখ্য, আত্মঘাতী ড্রোন হলো এমন এক ধরনের বিস্ফোরক বহনকারী মনুষ্যবিহীন আকাশযান, যা শত্রু লক্ষ্যবস্তুতে ইচ্ছাকৃতভাবে আঘাত হানতে ব্যবহৃত হয়।

এর আগে, চলতি মাসের শুরুতে আবারও আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং-উনের উপস্থিতিতে এই পরীক্ষা চালানো হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এর আগে দেশটি যত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, তার মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী।

জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। এই পরীক্ষা এমন সময়ে চালানো হয়েছে, যখন দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে। দক্ষিণ কোরিয়া আগেই সতর্ক করেছিল, যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিন ঘনিয়ে আসার সময়টিকে কাজে লাগিয়ে উত্তর কোরিয়া আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।

ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ‘এই পরীক্ষার মাধ্যমে শত্রুদের প্রতি আমাদের জবাব দেওয়ার ইচ্ছা প্রতিফলিত হয়েছে। আমি জোর দিয়ে বলতে চাই, পারমাণবিক অস্ত্র শক্তিশালী করার জন্য আমাদের যে পদক্ষেপ, তার কখনো পরিবর্তন হবে না।’ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘যথাযথ সামরিক পদক্ষেপ’ হিসেবেও বর্ণনা করেন তিনি।

দীর্ঘজীবনের গোপন রহস্য জানালেন ১২৪ বছর বয়সী চীনা নারী

মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, মিজোরামে আটক ৫

২০২৪ সালে জাপান ভ্রমণ করেছে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ পর্যটক

অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাশিয়ায় উ. কোরীয় সেনাদের ‘অবমূল্যায়নের সুযোগ নেই’

ভেসে আসছে রহস্যময় বল, সিডনির ৯ সৈকত বন্ধ

‘মৃত্যুর পর কী হয়’, আত্মহত্যার আগে গুগলে সার্চ করেছিল কিশোর

ইসলাম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর ৯ মাসের কারাদণ্ড

তালেবানকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের প্রতি মালালার আহ্বান

১০০ বছর আগে নারীঘটিত যে খুন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ ভারতের রাজনীতি

সেকশন