Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

বন্ধই হয়ে গেল অ্যাপল ডেইলি

অনলাইন ডেস্ক

বন্ধই হয়ে গেল অ্যাপল ডেইলি

ঢাকা: হংকংয়ের সর্ববৃহৎ গণতন্ত্রপন্থী পত্রিকা অ্যাপল ডেইলির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি । 
 
চীনের বিতর্কিত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গত বৃহস্পতিবার পত্রিকাটির অফিসে অভিযান চালিয়েছিল হংকংয়ের আইনশৃঙ্খলা বাহিনী। ওই দিন গ্রেপ্তার করা হয় পত্রিকাটির প্রধান সম্পাদকসহ ৫ নির্বাহীকে। পরে পত্রিকা সংশ্লিষ্ট কোম্পানির এক কোটি ৮০ লাখ হংকং ডলারের সম্পত্তি জব্দ করা হয়। 

ট্যাবলয়েড পত্রিকা অ্যাপল ডেইলি হংকংয়ে গত ২৬ বছর ধরে চলছে। শুরু থেকেই চীনা কমিউনিস্ট পার্টি এবং পার্টির হংকং শাখার নেতৃবৃন্দের কড়া সমালোচক ছিল এই পত্রিকাটি। 

এর জেরেই পত্রিকাটির বিরুদ্ধে নিরাপত্তা আইনভঙ্গের অভিযোগে গত বৃহস্পতিবার অভিযান চালিয়েছিল পুলিশ। এ ছাড়া দুই বছর আগে হংকংয়ে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভে তার সংশ্লিষ্টতারও অভিযোগ এনেছে হংকং পুলিশ। 

অ্যাপল ডেইলি বন্ধ করে দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে একটি বিবৃতিতে পক্ষ থেকে বলা হয়েছে, হংকংয়ের সাম্প্রতিক ইতিহাসের গণমাধ্যমের স্বাধীনতার জন্য এটি একটি কালোতম দিন। 

অ্যাপল ডেইলির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই পত্রিকাটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই পত্রিকাটির শেষ মুদ্রিত সংখ্যা বেরোবে। পত্রিকাটির অনলাইন সাইটে দেখা গেছে, মঙ্গলবার মধ্যরাতের পর সাইটটিতে নতুন কোনো নিউজ আপলোড করা হয়নি। 
 
পত্রিকাটির প্রতিষ্ঠাতা জিমি লাই এই অভিযোগে বর্তমানে কারাবন্দী আছেন। এ বিষয়ে জিমি লাইয়ের উপদেষ্টা মার্কিন সিমন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, আজ বুধবারও পত্রিকা অফিসের মিটিংয়ে বাধা দিয়েছে পুলিশ এবং সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। 

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া ওই সাংবাদিকের বয়স ৫৫ বছর। তিনি অ্যাপল ডেইলির কলামিস্ট ছিলেন।

ফুলের মতো দেখালেও এটি পৃথিবীর জন্য ভয়ংকর বিপদের বার্তা!

যেমন খুশি চুল রাখার অনুমতি পেল থাইল্যান্ডের ছাত্রছাত্রীরা

বিধিনিষেধে এআই-এর সঙ্গে নকল বন্ধুত্বের সম্পর্কে জড়াচ্ছে আফগান নারীরা

গুলি খাওয়ার ১৩ বছর পর গোপনে পাকিস্তানের নিজ গ্রামে মালালা

দুই সপ্তাহ পেরোতেই উ. কোরিয়ায় আবারও নিষিদ্ধ বিদেশি পর্যটকেরা

নিজ দেশেই বোমাবর্ষণ করল দ. কোরিয়ার বিমানবাহিনী!

দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ

যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা টিএসএমসি

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই