Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা জারি

অনলাইন ডেস্ক

৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা জারি

পূর্ব এশিয়ার ভূমিকম্প প্রবণ দেশ জাপানে আবারও আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় আজ সোমবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে জাপানের নতো অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার এই ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পরপরই সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করেছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

যুক্তরাষ্ট্রের ভূমিকম্প নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জাপানের নতো অঞ্চলের ইশিকাওয়া প্রিফেকচারে আঘাত হানা এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৪। নতুন বছরের প্রথম দিনেই এই ভূমিকম্প আঘাত হানল দেশটির পশ্চিম উপকূলীয় অঞ্চলগুলোতে। 

জাপানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জাপান টাইমস জানিয়েছে, ভূমিকম্পের পরপরই স্থানীয় ইশিকাওয়া, নিগাতা, তোয়োমা এবং ইয়ামাগাতা প্রিফেকচারের উপকূলীয় এলাকার বাসিন্দাদের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। তাদের দ্রুত উপকূল ছেড়ে উঁচু এলাকায় সরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়। আশঙ্কা করা হচ্ছে, সুনামির ঢেউ ৫ মিটার বা প্রায় সাড়ে ১৬ ফুট পর্যন্ত উঁচু হতে পারে। 

ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, রাজধানী টোকিও থেকেও এর কম্পন অনুভূত হয়েছে। 

এর আগে, গত বছরের অক্টোবরেও জাপানে আঘাত হানে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প। সে সময়ও দেশটির কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে। জাপানের পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ ইজুতে এই সতর্কতা জারি করা হয়েছিল।

সেকেন্ড হোম হিসেবে মালয়েশিয়ায় চীনাদের ভিড় বাড়ছে

বিয়ে না করলে চাকরি হারাবেন কর্মীরা!

কর্মীর বাহুতে হাত রেখে তোপের মুখে নিউজিল্যান্ডের মন্ত্রীর পদত্যাগ

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি আটক

ইন্দোনেশিয়ার রাজপথে বিক্ষোভ শিক্ষার্থীদের

শ্রীলঙ্কার আদালতে ‘সিনেমাটিক স্টাইলে’ গ্যাং লিডারকে গুলি করে হত্যা

মিয়ানমারের ‘স্ক্যাম সেন্টার’ থেকে বেঁচে ফেরা বাংলাদেশি ফয়সালের করুণ অভিজ্ঞতা

বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিল উত্তর কোরিয়া

হাতির সঙ্গে ধাক্কায় ট্রেন লাইনচ্যুত, শ্রীলঙ্কায় মর্মান্তিক দুর্ঘটনা

কোরিয়ান তারকা কিমের মৃত্যু যেন ‘বাস্তব জীবনের স্কুইড গেম’