দীর্ঘ দুই দশক পর আফগানিস্তানের ক্ষমতার মসনদে বসেছে তালেবান। তালেবান ক্ষমতা দখল করার খবরে নাগরিকদের দেশ ছাড়ার হিড়িক পড়ে। বিশেষ করে নারীরা ছিলেন সবচেয়ে উদ্বিগ্ন। তবে সকলেই আশ্বস্ত করেছেন সশস্ত্র গোষ্ঠীটি।
সকল সরকারি কর্মকর্তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে এক বিবৃতিতে তালেবান বলেছে, ‘সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। সকলের উচিত স্বাভাবিকভাবে দৈনন্দিন জীবনের কাজ শুরু করা। কোন ধরনের আতঙ্ক যেন কাজ না করে। যে যেই বিভাগেই আছেন সবাই যার যার কাজে ফিরে যান।’
ক্ষমতায় এসে আফগানিস্তানের নতুন সরকারে নারীদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তালেবান। তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য এনামুল্লাহ সামানগনি বলেন, ‘নারীরা পিছিয়ে থাকুক এটি ইসলামিক অ্যামিরেটের চাওয়া নয়। শরীয়াহ আইন মেনেই নারীদের আফগান সরকারের অংশ করা হবে।’
উল্লেখ্য, চলতি বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই আফগানিস্তানের দখল নিতে শুরু করে তালেবান। গত রোববার (১৫ আগস্ট) আশরাফ গনির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে নেয় সশস্ত্র গোষ্ঠীটি।