অনলাইন ডেস্ক
সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবানের নাম বাদ দেবে রাশিয়া। এমনটাই জানিয়েছেন, আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত জামির কাবুলভ। গতকাল শুক্রবার তিনি সাংবাদিকদের কাছে এই বিষয়টি জানিয়েছেন। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রাশিয়ার সন্ত্রাসবিরোধী কার্যক্রম তদারককারী গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) প্রধান আলেকজান্দর বর্তনিকভও বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখল করার পর তালেবান সরকারের সঙ্গে যেসব দেশ যোগাযোগ স্থাপন করে, তার মধ্যে প্রথম দিকেই ছিল রাশিয়া। তবে দেশটি আনুষ্ঠানিকভাবে তালেবানকে কাবুলের শাসক হিসেবে স্বীকৃতি দেয়নি।
গত মে মাসে জামির কাবুলভ তালেবান ‘অবশ্যই আমাদের শত্রু নয়’ বলে উল্লেখ করেছিলেন। গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার জন্য রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, এফএসবিসহ অন্যান্য সরকারি সংস্থা কাজ করছে।
জামির কাবুলভ বলেন, ‘এই ইস্যুতে একটি মৌলিক সিদ্ধান্ত; এরই মধ্যেই রাশিয়ার নেতৃত্ব গ্রহণ করেছে।’ তিনি বলেন, ‘সব আইনি প্রক্রিয়ার অনুমতি দেওয়া দরকার। এ জন্য আইনপ্রণেতাদের, পার্লামেন্ট এবং অন্যান্য রাষ্ট্রীয় সংস্থাগুলোকে কঠোর পরিশ্রম করতে হবে।’ তিনি আশা প্রকাশ করেছেন, ‘শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।’
এদিকে, এফএসবির প্রধান গতকাল শুক্রবার বলেছেন, মস্কো ‘কালো তালিকা’ থেকে তালেবানদের অপসারণের বিষয়টি চূড়ান্ত করছে। বর্তনিকভের মতে, এই পদক্ষেপটি সংঘটিত অপরাধের বিরুদ্ধে লড়াই এবং ইসলামিক স্টেটের একটি আঞ্চলিক শাখা আইএসআইএসকেসহ অন্য গোষ্ঠীগুলোকে দমনে তালেবানের সঙ্গে ‘ব্যবহারিক সহযোগিতার’ পথ তৈরি করবে।