Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

পানশির নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি তালেবানের

অনলাইন ডেস্ক

পানশির নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি তালেবানের

আফগানিস্তানের পানশির প্রদেশের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করেছে তালেবান। রাজধানী কাবুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পানশির দখলের এই দাবি করেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তবে তালেবানের এই দাবি প্রত্যাখ্যান করেছে পানশির প্রদেশের তালেবান বিরোধী বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তান (এনআরএফ)। 

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ বলেন, ‘পানশির নিয়ে আলোচনা সম্ভব নয়। তালেবান আলোচনার চেষ্টা চালালেও এনআরএফ সাড়া দেয়নি। তালেবান এখন “সন্ত্রাসের” শেষ স্থানটি মুক্ত করার জন্য সেনাবাহিনী পাঠিয়েছে।’

জাবিউল্লাহ বলেন, পানশির জয়ের সময় কোনো সাধারণ নাগরিক হতাহত হয়নি। পানশির যাদের নিয়ন্ত্রণে ছিল, এখন তারা সেখানে নেই। তবে আফগানিস্তান তাদের দেশ। তারা চাইলে সেখানে আসতে পারবে। তাদের কাছ থেকে পাওয়া অস্ত্র কেন্দ্রীয় অস্ত্রাগারে জমা রাখা হবে। এ ছাড়া পানশিরে আজ থেকে বিদ্যুৎ এবং ইন্টারনেট সেবা পুনরায় চালু হবে বলে জানান তালেবানের মুখপাত্র।

তবে এনআরএফের মুখপাত্র আলী মাইসাম বিবিসিকে বলেন, ‘তালেবানের পানশির দখলের বিষয়টি সত্য নয়। টুইটারে দেওয়া একটি পোস্টেও তালেবানের পানশির দখলের দাবি প্রত্যাখ্যান করে এনআরএফ।’

এ ছাড়া এনআরএফের নেতা আহমেদ মাসুদ টুইটারে একটি পোস্টে জানিয়েছেন, তিনি নিরাপদে আছেন এবং তালেবানের পানশির নিয়ন্ত্রণের দাবি সত্য নয়।

ওমব্যাট ছানা নিয়ে বিতর্কের মুখে অস্ট্রেলিয়া ছাড়লেন মার্কিন ইনফ্লুয়েন্সার

মালয়েশিয়ার কফিতে যৌন উত্তেজক উপাদান, নিষিদ্ধ করল সিঙ্গাপুর

ভুটানের ‘মাইন্ডফুলনেস’ শহর কেমন হবে—ধারণা দিল নতুন একটি বিমানবন্দর

মাদকের বিরুদ্ধে যুদ্ধের দায় স্বীকার কারাবন্দী দুতার্তের, আইনি লড়াইয়ে প্রস্তুত

টাইটানিয়াম দিয়ে তৈরি কৃত্রিম হৃৎপিণ্ডে ১০০ দিন পাড়ি

বাংলাদেশ–নেপাল ফুটবল ম্যাচে পদদলিত হয়ে প্রাণ হারায় ৯৩ দর্শক

ফিলিপাইনে দুতার্তের গ্রেপ্তারের নেপথ্যে আইসিসি, কাজ করে যেভাবে

গ্রেপ্তারের পর হেগে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুতার্তেকে

দালাই লামা জানালেন—তাঁর পরবর্তী পুনর্জন্ম হবে চীনের বাইরে

যিশুকে অবমাননা, ইন্দোনেশিয়ায় মুসলিম নারীর ৩ বছর কারাদণ্ড