অনলাইন ডেস্ক
আফগানিস্তানের জনপ্রিয় কৌতুক অভিনেতা খাসা জাওয়ান তালেবানদের হাতে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর আসল নাম নাজার মোহাম্মদ। গত ২২ জুলাই এই কৌতুক অভিনেতা অপহরণ হন। নাজারের পরিবারের অভিযোগ, তাঁকে সশস্ত্র গোষ্ঠী তালেবানের সদস্যরা হত্যা করেছে।
গত ২২ জুলাই আফগানিস্তানের এই জনপ্রিয় কৌতুক অভিনেতা কান্দাহারের নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। তারপর গত ২৩ জুলাই তার মরদেহ একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
ওই কৌতুক অভিনেতাকে হত্যার আগে জঙ্গিরা তাকে নির্যাতন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তালেবানদের নিয়ে কৌতুক করার কারণেই তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানা গেছে।
কমেডিয়ান নাজার মোহাম্মদকে অপহরণ করে গলা কেটে হত্যা করে তালেবান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে এই ঘটনার সত্যতা প্রমাণ মিলেছে। যদিও তালেবান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটোর সেনাদের প্রত্যাহারের মধ্যেই দেশটির বিভিন্ন জায়গায় নারকীয়তা চালাচ্ছে তালেবান গোষ্ঠী। আফগান নিরাপত্তা বাহিনী আর বেসামরিক নাগরিকদের ওপর তালেবানের অভিযানের মধ্যেই এ হত্যাকাণ্ড ঘটল।